সুদীপ্তা ঘোষ:চিন্তন নিউজ:১লা এপ্রিল:–টিটাগড় বারাকপুর আঞ্চলিক কমিটির ডিওয়াইএফআই ও সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এর উদ্যোগে জনচেতনার প্রচার।
এসএফআই ও সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি -র ব্যারাকপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ব্যারাকপুর চিড়িয়া মোড় অঞ্চলে ৬৫টি বাড়িতে চাল আলু ও ডিম বিতরণ করা হয় ও জনসচেতনতা বাড়ানোর জন্য মাইকে প্রচার করা হয়
বারাসত পূর্ব দক্ষিণ এরিয়া কমিটির একটি অংশের যুব মহিলা ও পার্টি কর্মী রা মানুষের পাশে
পাতিপুকুর হাসপাতালে মাস্ক, সাবান, স্যানিটাইজার দিয়ে সাহায্য করলেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সোমা দাস চক্রবর্তী। এলাকার মানুষের পাশেই আছেন তিনি একইভাবে।
এটা আংশিক উত্তর ২৪ পরগনার চিত্র। রাস্তায় আছে বামপন্থী রাই। বামপন্থীরা চায় না মনোরঞ্জন, চায় না প্রচার। চায় মানুষ দুবেলা আহার পাক।