বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

‘বিজ্ঞানের অস্কার’পেলেন নোবেলজয়ী স্টিভেন ভাইনবার্গ ।।


চৈতালী নন্দী: চিন্তন নিউজ:১২ই সেপ্টেম্বর,২০২০:- প্রকৃতিকে মৌলিক স্তরে ব‍্যাখ‍্যা করে এবছরের ব্রেকথ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ‘ফিজিক্স’ সম্মানে ভূষিত হ’লেন পূর্বতন নোবেলজয়ী কণাপদার্থবিদ্ , টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক, স্টিভেন ভাইনবার্গ। মৌলিক পদার্থবিজ্ঞানে তাঁর এই গবেষণা এক নতুন পথের দিশা দেখাবে বলে মনে করেন বিজ্ঞানীমহল। ৩০ লক্ষ টাকা মূল‍্যের এই পুরস্কারটি ‘বিজ্ঞানের অস্কার’ হিসেবে পরিচিত, যা নোবেল পুরস্কারের সমতুল্য।

প্রকৃতিকে মৌলিক স্তরে অনুসন্ধান ও ব‍্যাখ‍্যা করে মৌলিক পদার্থবিজ্ঞানে ধারাবাহিক ভাবে গবেষণার স্বীকৃতি হিসেবেই এই সম্মানের শিরোপা লাভ করলেন তিনি। বিশ্বের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের মধ‍্যে প্রথম সারিতে অবস্থান করছেন স্টিভেন ভাইনবার্গ। তাঁর গবেষণায় তিনি কণা পদার্থবিজ্ঞান (পার্টিকেল ফিজিক্স), মহাকাশ বিজ্ঞান (কনমোলজি) ও মাধ‍্যাকর্ষন সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেছেন। এই গবেষণার অনবদ‍্য অবদান বিজ্ঞান  ও পদার্থবিদ‍্যার জটিল বিষয়গুলিকে  সহজ ও প্রাঞ্জল ভাবে পৌছে দিয়েছে আমজনতার নাগালের মধ‍্যে । উল্লেখযোগ্য যে আজ থেকে ৪১ বছর পূর্বেও একটি যুগান্তকারী গবেষণার জন‍্যে নোবেল জয়ী গবেষকদের তালিকায় উঠে আসে স্টিভেন ভাইনবার্গের নাম। পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বর্তমানে অতিমারীর কারণে পুরষ্কার বিজয়ীদের  পদক ও সাম্মানিক প্রদান আপাতত স্থগিত রাখা হলেও জীববিজ্ঞান, গণিত ও পদার্থবিজ্ঞানের পুরস্কার জয়ীদের পুরষ্কার আগামী বছরের পূর্বনির্ধারিত কোনো এক দিনে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।