পম্পা নন্দী:-চিন্তন নিউজ:৩০শে সেপ্টেম্বর:-নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, পঃ বর্ধমান জেলার উদ্যোগে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মুখপত্র ‘শিক্ষা ও সাহিত্য’ এর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ আসানসোলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন সমাজকর্মী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখার্জী। অত্যন্ত সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বিস্তৃত ব্যাখ্যা রাখেন প্রযুক্তির ব্যবহার, এর সুবিধা-অসুবিধা, কর্মসংস্থানের উপর এর প্রভাব সহ অর্থনীতির কিছু খুঁটিনাটি বিষয়। এছাড়াও বক্তব্য রাখেন পঃ বর্ধমান জেলার সম্পাদক অমিতদ্যুতি ঘোষ। সভার শুরুতে আলোচক নন্দিনী মুখার্জী কে পুস্পস্তবক ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়।
আলোচনা সভার বিষয়:- প্রযুক্তির অগ্ৰগতির নিরিখে শিক্ষা ও কর্মসংস্থান।