জেলা

আজকের হুগলি জেলার সংবাদ__


রুদ্র চক্রবর্তী, চিন্তন নিউজ:৯ই আগস্ট:- সকল গণসংগঠন এবং ট্রেড ইউনিয়নের ডাকে আজ দেশ জুড়ে “ভারত বাঁচাও”এর ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি পালন করা হলো বাঁশবেড়িয়ার বেনঘাটে। উপস্থিত ছিলেন শৈলেন বিশ্বাস,অনির্বাণ সরকার সহ আরো অনেকে।

আরামবাগ থেকে সংবাদ সংগ্রাহক ভোলানাথ মালিক জানান যে:– আজ ৯ ই আগষ্ট ভারত বাঁচাও দিবসে খানাকুল ১ন নং ব্লক কৃষক সমিতি এলাকার বালিপুর অঞ্চলের দাসপুর পশ্চিম গ্রামকমিটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।। উপস্থিত ছিলেন ১২ জন কর্মী সমর্থক।।।

প্রদ্যুৎ সরকার জানান যে:—- ট্রেড ইউনিয়ন এবং গণ-সংগঠনের ডাকে জনবিরোধী কেন্দ্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ‘ভারত বাঁচাও” এর ডাক দিয়েছে। এই কর্মসূচি পালন হলো বাঁশবেড়িয়ার ত্রিবেণী কালিতলায়।উপস্থিত ছিলেন সৈকত সোঁ,শিবানী দাশগুপ্ত,প্রণত গুহ,তরুণ চ্যাটার্জী,সুব্রত দাশগুপ্ত,সোমনাথ। ঘোষ,অশোক দে, হরিদাস মালো, রিন্টু দাশ,দৈপায়ন চক্রবর্তী সহ আরো অনেকে।

জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে:— সি আই টি ইউ, এস এফ আই, ডি ওয়াই এফ আই, এ আই ডি ডাব্লিউ এ প্রভৃতি গণসংগঠনসমূহ এর কোতরং-হিন্দমোটর এলাকার উদ্যোগে কোতরঙ ২ নম্বর কলোনি বাজারে ৯ আগস্ট, ২০২০ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সি আই টি ইউ নেতা মনীন্দ্র চক্রবর্তী, দীপঙ্কর সরকার, শ্যামল মিত্র, ডি ওয়াই এফ আই নেতা দেবাশীষ নন্দী, এস এফ আই নেতা শৌভিক কংসবনিক, গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী মিতা রায়চৌধুরী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সি আই টি ইউ নেতা দেবীপ্রসাদ বসুরায়।

সায়ঙ্ক মন্ডল হুগলি জেলার সংবাদ সংগ্রাহক শ্রীরামপুর থেকে জানান যে:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী ) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ২নং শাখা উদ্যোগে আজ রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্ত দান শিবির উপস্থিত ছিলেন শ্রীরামপুরে পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুমঙ্গল সিং এছাড়া হুগলী জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তীর্থঙ্কর রায়।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সিদ্ধার্থ গুহ ডানকুনি থেকে জানাচ্ছেন যে :—–আজ ৯ই আগষ্ট নাগাসাকি দিবসের ৭৫বছর পূর্ণ হলো।। দেখতে দেখতে নদী দিয়ে অনেক জলই বয়ে গেছে, রাজনৈতিক পালাবদলও হয়েছে,, এরই মাঝে বিশ্ব আক্রান্ত হয়ে বিভিন্ন বিষয়ে,কিন্তু সেই সবের মধ্যে সাম্প্রতিক কালে করোনা ভাইরাস এক ভয়াল রূপ ধারণ করেছে এই বিশ্বে।।।
এই সবের মধ্যে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতবর্ষ, সেখানে করোনা ভাইরাসের দরুন জনজীবন থেকে অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত।।এই সময়ের মধ্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তা সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।শিক্ষা থেকে শুরু করে রেল,কেন্দ্রীয় সংস্থা ইত্যাদি ইত্যাদি সব কিছু বেসরকারিকরন করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। যেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তাদের স্বপ্ন থাকতো রেল বা কেন্দ্রীয় কোনো সংস্থাতে চাকরি করার,সেই স্বপ্নপুরন না করে তাদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পথ দেখাচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার।এছাড়াও বিশেষ করে শ্রমিকদের থেকে বেশি শ্রম নিয়ে তাদের মজুরী হ্রাস করা ও শিল্প নীতিতেও তার একটা বিরাট প্রভাব দেখা যাচ্ছে।

এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সিপি আই এমের শ্রমিক সংগঠন সি আই টি ইউ ও বিভিন্ন গন সংগঠন গুলোর উদ্দ্যোগে ডানকুনিতে বিভিন্ন শাখার তরফ থেকে “ভারত বাঁচাও” কর্মসূচি পালন করা হয়ে।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক কৌশিক মালিক আরামবাগ থেকে জানিয়েছেন যে:—- ট্রেড ইউনিয়ন এবং গণ-সংগঠনের ডাকে জনবিরোধী কেন্দ্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ‘ভারত বাঁচাও” এর ডাক দিয়েছে। এই কর্মসূচি পালন হলো আরামবাগের কানপুরে।

রুদ্র চক্রবর্তী, জানিয়েছেন যে:—- কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে “ভারত বাঁচাও” কর্মসূচি বাঁশবেড়িয়া বেলতলায়।

হুগলি জেলার শ্রীরামপুর থেকে সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে:- আজ শ্রীরামপুরেএস‌এফ‌আই ডিওয়াইএফ‌আই,এআইকেএস, সিআইটিইউ এর ডাকে ” ভারত বাঁচাও ” কর্মসূচি অনুষ্ঠিত হলো শ্রীরামপুর দু জায়গায়।
শ্রীরামপুর বেল্টিং বাজার চত্বরে সকালে অনুষ্ঠিত হয় প্রথম সভা । সভাতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ‌আইনেতৃত্ব প্রবাল কান্তি কর এছাড়াডিওয়াইএফ‌আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। এদিন দুপুর ৩.৩০ থেকে সভা হয় শ্রীরামপুর বটতলা সংলগ্ন অঞ্চলে। এদিন এই সভাতে সভাপতিত্ব করেন শ্রমিক আন্দলনের নেতা তারক ঘোষ। এছাড়াও DYFI পক্ষে বলেন শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির সম্পাদক ও হুগলী জেলা কমিটির সদস্য প্রতিক চক্রবর্তী। SFI পক্ষে বলেন হুগলী জেলা কমিটির সভাপতি নবনীতা চক্রবর্তী ও শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির সদস্য দিপত্রকো ঘোষ। মহিলা সমিতির পক্ষে বলেন তপতী ঠাকুর চক্রবর্তী ও CITU পক্ষে বলেন পার্থপ্রতিম ঘোষ মহাশয়।

সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন হুগলি জেলার
আজ কোন্নগরে” ভারত বাঁচাও” কর্মসূচি পালিত হলো ছাত্র, যুব, মহিলা সমিতির পক্ষ থেকে। কোন্নগর বাটার মোড় অবরোধ করা হয় এই দিনে ।

আরামবাগ থেকে সোমনাথ ঘোষ জানান যেভারত বাঁচাও দিবস উপলক্ষে কৃষকসভা ক্ষেতমজুর ইউনিয়নসহ বামপন্থী ছাত্র যুব মহিলাদে শিয়াখালা পঞ্চায়েত এলাকার মধুপুর ভট্টপুরে মিছিল ও পথসভা।পথসভায় বক্তব্য রাখেন কমরেড রঘুনাথ ঘোষ ও কমরেড সোমনাথ ঘোষ। কমরেড পুষ্প পাত্র বিশ্বজিৎ মাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক স্বাতী শীল জানিয়েছেন যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চরম জনবিরোধী নীতিগুলোর প্রতিবাদে বামপন্থী ট্রেড ইউনিয়ন ও গনসংগঠনের ডাকে আজ ৯ ই আগষ্ট চুঁচুড়া ঘড়ির মোড়ে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এখানে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং এখানে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আর সেখানে প্রায় ৪০ জন রক্তদান করেন বলে খবর।

পান্ডুয়া থেকে সংবাদ সংগ্রাহক আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে ভারত বাঁচাও দিবসে পান্ডুয়া থানার ৯ জায়গায় কেন্দ্রের ও রাজ্যের জনবিরোধী নীতির প্রতিবাদে ধরনা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।