চিন্তন নিউজ:-১৫ই আগস্ট:- লাল্টু ঘোষ— এর রিপোর্ট:- শপথে, শ্লোগানে স্মরণের দিন ১৫ ই আগস্ট। সত্যিই স্বাধীনতার সুফল কজনের ঘরে পৌঁছেছে, কতজন শিক্ষার আলো পেয়েছেন, কতজন ন্যুনতম স্বাস্থ্য পরিষেবা পান সে সব হিসাবনিকাশ আজকের জন্য মুলতুবি রেখে স্বাধীনতা সংগ্ৰামীদের স্মরণ করে, শ্রদ্ধা জানিয়ে পালন করা হল স্বাধীনতা দিবস।
সিপিআই(এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির কর্মীবৃন্দ আজ সাঁতরাগাছি গভর্ণমেন্ট কলোনীতে পালন করলেন স্বাধীনতা দিবস।
দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির অন্তর্গত জগাছা যুবশক্তি টোটোস্ট্যান্ডে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হ’ল পতাকা উত্তোলন, মাল্যদানের মাধ্যমে।
হাওড়া জেলা প্রাইভেট বাস ওয়ার্কার্স ইউনিয়ন সাঁতরাগাছি ইউনিট স্বাধীনতার বীর যোদ্ধাদের স্মরণ করে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালন করল ৭৪ তম স্বাধীনতা দিবস।
সরোজ দাস জানান, গণতান্ত্রিক যুব ফেডারেশন বালি- বেলুড় লোকাল কমিটি স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি বালি শান্তিরাম রাস্তা পার্টি অফিসে।সিপিআই(এম) বালি বেলুড় এরিয়া কমিটি ,বেলুড় পশ্চিম ৪ নং শাখা স্বাধীনতা দিবস পালন কর্মসূচি করলো পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শহীদ স্মরণে মাল্যদান ও স্মৃতিচারণের মাধ্যমে।
সংবাদদাতা—সৌম্যদ্যুতি ভৌমিক জানিয়েছেন, সিপিআই(এম)বি গার্ডেন এরিয়া কমিটির ৩নং শাখায় পতাকা উত্তোলন, মাল্যদান ও শপথ বাক্য পাঠ ।
সংবাদদাতা—-সমীর প্রামানিক এর রিপোর্ট:- উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির স্বাধীনতা দিবস উপলক্ষে শপথ পতাকা উত্তোলন, শহীদ স্মরণ ও শপথ বাক্য পাঠ করা হয়।
সংবাদ দিয়েছেন মৃন্ময়ী রং:+ হাওড়া সাঁকরাইল উত্তর এরিয়া অবস্থিত চুনাভাটি গনশক্তি বোড়ের সামনে স্বাধীনতা দিবসের শপথ,পাটির ভাবনা,মাস্ক বিতরণ সহ কর্মসূচি চলে সকাল ৯-৩০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
সংবাদদাতা—-চন্দিম ভট্টাচার্য:- গণতান্ত্রিক যুব ফেডারেশন উদয়নারায়নপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উদযাপিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। সন্ত্রাসকবলিত এলাকায় মানুষের স্বার্থে এলাকার অধিবাসীদের সহায়তায় সংগঠনের শক্তি বৃদ্ধি পাচ্ছে। মাল্যদান ও কিছু আলোচনায় সুশৃংখলভাবে পালিত হয় অনুষ্ঠানটি।
সংবাদ দিয়েছেন আশিস কংসবণিক: গণতান্ত্রিক যুব ফেডারেশন বালি-জগাছা উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে স্বাধীনতা সংগ্ৰামের বীর যোদ্ধাদের স্মরণ করা হয়।