রাজ্য

*রেগার বঞ্চনা*


রঘুনাথ ভট্টাচার্য:চিন্তন নিউজ:২৫শে অক্টোবর:–নিঃশব্দ বঞ্চনা। ২০১৪ সালে রেগার তালিকায় নাম ছিল ৪৩ লাখ ৯৪ হাজার যুবকের। এখন নাম আছে ১৯ লাখ ৩৩হাজার ৬৫২ জন যুবকের। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের রিপোর্ট। অর্থাৎ পাঁচ বছরে ছাঁটা হয়েছে ২৪.৬১ লাখ।

চলতি আর্থিক বছরে প্রথম ৭ মাসে প্রায় ২২% মানুষ রেগায় কাজ চেয়েও পান নি। এ ব্যাপারে দপ্তরের বক্তব্য যা জানা যায় নানা সুত্রে তাহ’ল এই যে, রাজ্যের বাইরে কাজ হারানো শ্রমিকরা রেগার কাজ করতে চান না। এই যুক্তির পরেও কিছু কথা থেকে যায় ।প্রথমত *কাজ সম্পূর্ণ হওয়ার অনেকদিন পরেও মজুরির বাকি পড়ে থাকে। পেট চলে কী দিয়ে? সিঙ্গুরের কাজ নিয়ে একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে, দু’বছর আগের মজুরি এ পর্যন্ত অনাদায়ী।- সামাজিক সমীক্ষা
দ্বিতীয় কারণটি তো সর্বজন স্বীকৃত – *কাটমানি*


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।