চিন্তন নিউজ:১৭ই নভেম্বর:- জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-দেওয়াল লেখার কাজ চলছে। চুঁচুড়া এরিয়া কমিটির ১৫ নাম্বার ব্রাঞ্চ এলাকাই এবংআজ চুঁচুড়াএসএফআই ৩ নং শাখার পক্ষ থেকে দেওয়াল লেখা হলো।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-আজ পোলবা দাদপুর ব্লকে অল্প সময়ের জন্য আলাপচারিতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে পথসভা , কোন্নগর এরিয়া কমিটি এলাকায় কানাইপুর বাঁশাই কলোনি এলাকায়।বক্তব্য রাখছেন জেলা নেতৃত্ব ভক্তরাম পান ।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর: চন্ডীতলা ১ এরিয়া কমিটির আঁইয়াতে DYFI এর উদ্যোগে সভ্য সংগ্রহ ও ২৬শে ধর্মঘটের সমর্থনে প্রচার এবং ভোটার লিস্টে নাম তোলার জন্য বাঁধপুর খালধারে কমরেডরা।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সকল ট্রেড ইউনিয়ন সমূহ ও গণসংঠনগুলির ডাকে শ্রীরামপুর N.S. Avenue অঞ্চলে প্রকাশ্য কনভেনশন।
সৌরেন বোস:- পান্ডুয়া:-আজ পান্ডুয়ার ইটাচূনা এরিয়া এলাকার মারশীট ও চন্দ্রহাটী গ্ৰামে ২৬শে নভেম্বর গ্ৰামীন ভারত ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে, ক্ষেতমজুরদের মজুরী বৃদ্ধি,২০০ দিনের কাজের দাবী,সহ ৭দফা দাবিতে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।মিছিলে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।