গোপা মুখার্জী : চিন্তন নিউজ :১২ই সেপ্টেম্বর,২০২০:- এ কোন্ ভারতবর্ষ! যেখানে মুসলিম হওয়ার অপরাধে আক্রান্ত হয় যুবক? একবিংশ শতাব্দীতে এসেও সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারতে এমন ন্যক্কারজনক ঘটনা বোধ হয় শুধুমাত্র এই জমানাতেই সম্ভব !
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত তেইশে আগষ্ট উত্তর প্রদেশের আঠাশ বছর বয়সী এক যুবক কাজের সন্ধানে পানিপথের উদ্দেশ্যে যাত্রা করেন । সন্ধ্যে সাতটা নাগাদ পানিপথের কিষাণপুরে পৌঁছান এবং কাছাকাছি একটি পার্কে রাত্রি বাসের মনস্থ করেন । রাত্রি বেলা একটু পানীয় জলের জন্য নিকটস্থ একটি বাড়িতে গেলে বাড়ির লোকজন যুবকের হাতে ৭৮৬ (786) নম্বর লেখা ট্যাটু দেখে সন্দেহ করেন যে যুবকটি মুসলিম এবং তার নাম আখলাখ জানতে পারায় ব্যাপকভাবে মারধর শুরু করেন ।
আক্রান্ত যুবকের ভাই ইকরামের কথায় , ঐ বাড়ির মোট চার জন পুরুষ ও দু’জন মহিলা মিলে আক্রমণ করেন ।এমনকি কাঠ কাটার যন্ত্র দিয়ে ৭৮৬ নম্বর ট্যাটু করা ডান হাতটি কেটে ফেলে দেন । ইকরাম আরও জানিয়েছেন, মারধরের পর তারা আখলাককে রেললাইনের ধারে ফেলে আসে যাতে সবাই এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করে ।
পানিপথের এসিপি সতীশ কুমার ভাট অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে , ওই যুবকের বিরুদ্ধে সাত বছরের বালক অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে ।
এই মর্মে চাঁদনি বাগ থানায় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।
যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃত ভাবে এই নৃশংস ঘটনা টিকে দুর্ঘটনা বলে চালাতে চাইছে ।তাঁদের বিশ্বাস কট্টরপন্থী রাই এই কাজটি করেছে ।তাই যুবকের পরিবারের তরফেও এই ঘটনায় এফআইআর করা হয়েছে ।