অর্ণব দে : চিন্তন নিউজ:১০ই আগস্ট:- সমস্ত কর্মচারীদের কোভিড টেষ্ট করাতে হবে।এই দাবীতে ডি,এম এর কাছে রাজ্য কো- অডিনেশান কমিটির উদ্যোগে ও স্বাস্থ্য সুরক্ষার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।সভায় বক্তব্য কেন্দ্রীয় সভাপতি আশীষ ভট্টাচার্য্য ও জেলা সম্পাদক সঞ্জয় সাহা। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড রমেন মন্ডল।

কৌশিক রায়ের রিপোর্ট:- বিনামূল্যে কলেজে ভর্তির ফ্রমফিলাপ চলছে এস এফ আই এর পক্ষ থেকে ভগবানগোলা -১ লোকাল কমিটির পক্ষ থেকে ,,,,, প্রচুর নতুন ছাত্র ছাত্রী এই দিন কলেজের ফ্রম ফিল আপ করেন ,,,,এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন,,,,, করোনা মহামারীর সময়ে প্রতিটা ছাত্র ছাত্রীদের পাশে এস এফ আই এর এই উদ্যোগ আরও বেশি পড়াশোনার ক্ষেত্রে সুবিধা করবে বলে ভাবছেন এলাকাবাসী রা
বুলবুল মন্ডলের রিপোর্ট:- বহরমপুর থেকে জলঙ্গী রাজ্য সড়ক মেরামতের দাবিতে ছাত্র যুবদের পথ অবরোধ ইসলামপুর বাসষ্ট্যান্ডে।
