জেলা

মুর্শিদাবাদ জেলার ভোটের খবর


সাহিন মন্ডল : চিন্তন নিউজ:-২৭শে মার্চ:– জলঙ্গি বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী কমরেড সাইফুল মোল্লার সমর্থনে সাগর পাড়ায় আজ এক কর্মীসভা অনুষ্ঠিত হল। অনেক বক্তার মধ্যে উল্লেখযোগ্য বক্তব্য রাখেন কমরেড ইউনুস সরকার।

আবার আজ‌কে ডোমকল বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমানের সমর্থনে রায়পুর  অঞ্চলের বিলাসপুরে বাম ও কং  জোটের সকলকে নিয়ে আলোচনাসভা হল। এই উপস্থিত ছিলেন বাম ও কং এর নেতৃত্ব এবং ডিওয়াইএফ‌আই এর জেলা সম্পাদক কমঃ ধ্রুবজ‍্যোতি সাহা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।