মিতা দত্ত: চিন্তন নিউজ:১২ই জানুয়ারি:– আজ এসএফআই ,ডিওয়াইএফআই জিয়াগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে মাস্টারদা সূর্য সেন এর আত্ম বলিদান দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মদিনে রক্তদান শিবির আয়োজিত হয়।
অপরদিকে ডিওয়াইএফআই বড়ঞা লোকাল কমিটির উদ্যোগে মাস্টারদা সূর্য সেন এর আত্ম বলিদান দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে।