অনুপম মিশ্র:চিন্তন নিউজ:১৩ই ডিসেম্বর:–বৃহস্পতিবার ১২/১২/২০১৯ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আহবানে বহরমপুরে আইন অমান্য কর্মসূচি পালন করলো জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মিবৃন্দ।
মুর্শিদাবাদ জেলার, জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এদিন মাদ্রাসা কমিশনের মাধ্যমে বিদ্যালয়গুলিতে শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মি নিয়োগের দাবিতে ডেপুটেশন কর্মসূচি চলে। সেখানে বক্তব্য রাখেন এবিটিএ মুর্শিদাবাদ জেলা সম্পাদক মাননীয় দুলাল দত্ত, জেলা সভাপতি মাননীয় জুলফিকার আলী। প্রধান অতিথিবৃন্দ হিসেবে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় মোজাম্মেল হক, অধ্যাপক ও প্রাক্তন সাংসদ মাননীয় সেখ সইদুল হক ও এই জেলার প্রাক্তন সাংসদ মাননীয় বদরুদ্দোজা খান।
রাজ্যের বতর্মান সরকার আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রগুলিতে নৈরাজ্যের পরিবেশ তৈরি করেছে। বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হওয়া মাদ্রাসা কমিশন, যার মাধ্যমে রাজ্যের বেকার মেধাবী যুবক-যুবতীদের যে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল, তাতে উপকৃত হয়েছিল রাজ্যের অসংখ্য পরিবার। মানুষের কাছে স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশন এক দৃষ্টান্ত স্থাপন করেছিল। শিক্ষার দাবি জাতীয় দাবি, এই দাবিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিল বামফ্রন্ট সরকার।
কিন্তু রাজ্যে তৃণমূল সরকারের আমলে বন্ধ হয়ে যেতে বসেছে মাদ্রাসাগুলি। মাদ্রাসা কমিশন তুলে দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে বতর্মান রাজ্য সরকার এমনটাই মনে করছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুসিত জেলা। এখানে অনেকগুলো মাদ্রাসা বিদ্যালয় রয়েছে। সেগুলো এখন গভীর সংকটের সম্মুখীন। বতর্মান মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে রাজ্যে ১০হাজার মাদ্রাসা গড়বেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেই ABTA দাবি। তাদের দাবি এর আগেও তারা বারংবার জেলা বিদ্যালয় পরিদর্শক কে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই বৃহস্পতিবার শতাধিক শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষাকর্মি মিছিল করে জেলা শাসকের কাছে আইন অমান্য কর্মসুচির মাধ্যমে ডেপুটেশন দিয়েছেন। এরপর আগামী দিনে আরো বড়ো আন্দোলনের হুশিয়ারি দিয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা শাখা।