জেলা

মুর্শিদাবাদ জেলা নিউজ


রত্না দাস:- চিন্তন নিউজ:  ১৫/০৯/২০২৪ আজ কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তি, তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচার, তথ্য প্রমাণ লোপাটের জন্য দায়ী পুলিশ কমিশনার বিনীত গোয়েল এর পদত্যাগ এর দাবিতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়  ডি ওয়াই এফ আই এর থানা ঘেরাও কর্মসূচি।

লালগোলা উত্তর লোকাল কমিটি আজ লালগোলা থানা অভিযান করে।প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে যুব কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বৃষ্টির মধ্যে এক ঘণ্টার ও বেশি সময় ধরে স্লোগান – সাউটিং চলে। এরিয়া কমিটির সম্পাদক
সাইফুল ইসলামের নেতৃত্বে চার জনের প্রতিনিধি কর্তৃক থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে দাবিপত্র দেওয়ার মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ করা হয়।

আর জি কর কাণ্ডের প্রতিবাদ করায় কলতান দাশগুপ্তকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করে। তার প্রতিবাদে আজ রাতে বৃষ্টির মধ্যেও ডিওয়াইএফ‌আই বহরমপুর এর  থানায় গিয়ে প্রতিবাদ, পরে সংক্ষিপ্ত পথসভাও করে।

D.Y.F.I ধুলিয়ান লোকাল কমিটির ধুলিয়ান থানায় বিক্ষোভ কর্মসূচি।

সালার থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করলো ডিওয়াইএফ‌আই সালার লোকাল কমিটি।

দৌলতাবাদ থানা ঘেরাও করে  বিক্ষোভ দেখালোD.Y.F.I দৌলতাবাদ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।