দেশ

মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-


কাকলি চ্যাটার্জী :চিন্তন নিউজ- ৬ই আগস্ট:- মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত দু’দিন ভারী বর্ষণের কারণে মুম্বাই ও সংলগ্ন জেলাগুলো অসুবিধার সম্মুখীন, পূর্বাভাস রয়েছে আগামীদিনেও প্রবল বর্ষণের। ফলে শহরে জল জমে যাতে শহরবাসীর দৈনন্দিন স্বাভাবিক জীবনে কোনোরকম অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কর্পোরেশনকে। গত দুদিনের বৃষ্টিপাতে রাজধানী মুম্বাইয়ে রেল ও সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে , রাজধানীর দক্ষিণ অংশে রাস্তাঘাটে জমা জলে জনজীবন বিপর্যস্ত। ঝড়ে বেশ কিছু গাছ ভেঙে পড়ে রাস্তাঘাট ও যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। তাঁর অফিসের আধিকারিক এক বিবৃতিতে জানান মুখ্যমন্ত্রী কেবলমাত্র জরুরী প্রয়োজন ব্যতীত বাসিন্দাদের ঘরের বাইরে বেরোতে বারণ করেছেন।

মুখ্যমন্ত্রীর সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ভারী বর্ষণের ফলে গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া এবং রাস্তাঘাট জলমগ্ন হয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা পর্যবেক্ষণ করে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বৃহন্মুবাই পৌর কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য পুলিশ, রেল কর্তৃপক্ষ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীদের একযোগে সমন্বয়সাধন করে কাজ করতে হবে। বাসিন্দাদের কোনোরূপ অসুবিধা যেন না হয় সজাগ দৃষ্টি রাখতে হবে। মেট্রোরেলের কাজ চলছে যে সাইটগুলোতে সেখানে অতিবৃষ্টির কারণে দুর্ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর রাখতে হবে।বুধবারের বৃষ্টিতে থানে ও পালঘর অঞ্চলে রেলপথ ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে স্থানীয় ট্রেন ও বাস চলাচল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বৃষ্টিপাতের জন্য বেস্টের বাস পরিষেবা প্রচন্ড ধাক্কা খায়। চেম্বুর, প্যারেল, ওদালা, হিন্দমাটা ও মুম্বাইয়ের অন্যান্য নীচু অঞ্চলগুলোতে জল জমে যায়।

হারবার লাইনে সিএসএমটি- কুর্লা, চার্চগেট ও কুর্লার মধ্যে মেইন লাইনে জল জমে পরিষেবা বন্ধ হয়ে যায়। ওয়েস্টার্ন রেলওয়ে এক ঘোষণায় চার্চগেট ও মুম্বাই কেন্দ্রীয় স্টেশনগুলোর মধ্যে সমস্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানায়। জরুরী পরিষেবাতে কর্মরত এবং রেলওয়ে কর্মচারীদের জন্য প্রতিদিন প্রায় ৩৫০ টি ট্রেন পরিচালিত হয়।

এই বছর প্রথম এরকম ঘটনা ঘটছে ব্যাপারটা কিন্তু তা নয়। প্রতিবছরই বর্ষার বৃষ্টিতে মুম্বাইয়ের পথঘাট জলমগ্ন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সমুদ্রের জল ঢুকে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। নিকাশি ব্যবস্থার বেহাল দশা এজন্য অনেকাংশে দায়ী। বর্জ্য প্লাস্টিক নিকাশি ব্যবস্থার মূল শত্রু। প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের মধ্যে নিরন্তর সচেতনতামূলক প্রচারই পারে এই দুর্ভোগের হাত থেকে পরিত্রাণের পথ বাতলাতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।