দেবী দাস: চিন্তন নিউজ:২৮শে এপ্রিল:- মৃত্যু মিছিল চলছে এই দেশে। কোভিড১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন চিকিৎসক। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৫৯ জন আক্রমণের শিকার। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন সরকারের পক্ষে সম্ভব নয় সব রোগীর দায়িত্ব নেওয়ার। সাধারণ মানুষ বিপর্যস্ত,
সাধারন মানুষের কাছে লকডাউনের গুরুত্ব তখনই যখন তার নিত্যদিনের চাহিদার যোগান বাড়িতে বসেই পেয়ে যাবেন নচেৎ বিধি নিষেধ মূল্যহীন। সমস্ত রকম কাজ এখন বন্ধ, জমানোটুকুও নিঃশেষ।
এমতাবস্থায় ধারাবাহিকভাবে বামপন্থীরা কাজ করে চলেছেন এই প্রান্তিক মানুষের জন্য। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) উদ্দ্যোগে বেহালা পশ্চিম এরিয়া কমিটির ১৩২ নং ওয়ার্ড উদ্যোগ গ্রহণ করেছে আর্ত দরিদ্র মানুষের পাশে থাকার। এইকাজে সাহায্য করছেন এই
অঞ্চলে বসবাস কারী সাধারণ মানুষজন। কর্মসূচি সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অঞ্চলের মহিলা,যুব , বস্তি সংগঠন ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা।আজ লকডাউনের শর্ত মেনে ১৫০০শো পরিবারকে দেওয়া হলো তাদের নিত্যদিনের চাহিদার প্রয়োজনীয় সামগ্ৰী।