জেলা রাজ্য

সিপিআই(এম)পঃবঙ্গ রাজ্য সম্পাদকের উপস্থিতিতে বৈঠক ও প্রতিবাদী মিছিল।


মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ:৬ই অক্টোবর:- আজ দার্জিলিং জেলা সিপিআই(এম) অফিস অনিল বিশ্বাস ভবনে অনুষ্ঠিত হয় সিপিআইএমের গুরুত্বপূর্ণ একটি বৈঠক এই বৈঠকে সিপিআই(এম) এর রাজ্য কমিটির উত্তরবঙ্গের সদস্যরা ছাড়াও বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র। বৈঠক শেষে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিত্র জানান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অপশাসনের বিরুদ্ধে বামপন্থীরা এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করবে। মূলত তৃণমূল এবং বিজেপি দু’টি রাজনৈতিক দল জাতের নামে ধর্মের নামে যেভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ এই বিভাজনের রাজনীতিকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে যা ইতিমধ্যেই শিলিগুড়িতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মিছিলের মাধ্যমে , রাস্তার লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত।

বৈঠক শেষে একটি মিছিল সংগঠিত হয়। এই মিছিলে নেতৃত্বে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শংকর মালাকার , সিপিআই(এম) বিধায়ক অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার প্রমুখ। মিছিলটি হয় কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং সাম্প্রতিক সময়কালে উত্তরপ্রদেশ – মধ্যপ্রদেশসহ দেশের বিভিন্নপ্রান্তে নারী নির্যাতন ও নারী ধর্ষণের প্রতিবাদে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।