চিন্তন নিউজ:১৭ই আগস্ট:- জী ফাইভের ওয়েব সিরিজ ‘অভয় ২’ তে দুষ্কৃতীদের তালিকায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি দেখানোর প্রতিবাদে কলকাতার কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় এস এফ আই। ‘জি’ সংস্থার কর্ণধার সুভাষ চন্দ্রর কুশপুতুলও দাহ করে তারা।
সম্প্রতি ‘জী ফাইভ’ নামের ওটিটি প্ল্যাটফর্মে ‘অভয় ২’ ওয়েব সিরিজটি মুক্তি পায়। সেখানেই একটি দৃশ্যে দেখা যায় থানায় ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতীদের তালিকায় স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবি আছে। ওই শহীদ বিপ্লবীর অবমাননার এহেন দৃষ্টান্তে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ।’ জী’ সংস্থার কর্ণধার আবার বিজেপি সাংসদ। এবং পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী দেখা গেছে বিজেপি শাসিত নানান রাজ্যে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী এবং দুষ্কৃতী পরিচয়েই স্কুলের পাঠ্যবইয়ে পড়ানো হয়েছে।
দেশের শহীদ বিপ্লবীদের ভুলিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ তোলে এস এফ আয় বিজেপির বিরুদ্ধে। এবং এই সালিশিতে ‘জী’ নেটওয়ার্কের প্রত্যক্ষ মদত এবং অংশগ্রহণ আছে। এই অভিযোগ গুলোকে সামনে রেখে আজ কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় এস এফ আয়। এস এফ আয় দাবী তোলে ‘জী’ কর্তৃপক্ষকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে । এবং ওই ওয়েব সিরিজটি থেকে ওই অংশটি বাদ দিতে হবে। বিক্ষোভের শেষে ‘জী’ সংস্থার কর্ণধারের কুশপুতুলও জ্বালানো হয়। এস এফ আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ” ইতিহাস বিকৃত করার এই চক্রান্ত দেশের ছাত্র সমাজ মেনে নেবে না।” এস এফ আই কেন্দ্রীয় কমিটির ডাকে আজ দেশের সমস্ত প্রান্ত থেকে ‘জী’ কর্ণধারকে দাবীগুলো সামনে রেখে গণ ই-মেল ও করা হয়েছে।