চিন্তন নিউজ: ৭ই মে:– দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে মালদায় অবস্থান ও প্রতিবাদ সভা
হঠাৎ এই দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি কার স্বার্থে? অবিলম্বে বিদ্যালয়গুলি খোলার দাবিতে ছাত্র -যুব -শিক্ষক-শিক্ষাকর্মী -কর্মচারী ও অভিভাবকঐক্য মঞ্চের উদ্যোগে ৬ ই মে , শুক্রবার বিকাল ৩টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত অবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের হেড পোষ্ট অফিস (ফোয়ারা )মোড়ে* । সভায় সভাপতিত্ব করেন শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা শঙ্কর সেনগুপ্ত । সভায় বক্তব্য রাখেন এবিটিএ এর জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ ,জেলা সভাপতি মনোরঞ্জন দাস,সহ সভাপিত প্রদীপ দত্ত, এবিপিটিএ এর ভারপ্রাপ্ত সম্পাদক সুকান্ত সিকদার ,কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের সভাপতি রবীন দাস ,কো -অর্ডিনেশন কমিটির সম্পাদক সুবীর রায়,এসএফআই জেলা সভাপতি কৌশিক মৈত্র,পেনশনার্স এসো. সম্পাদক দিলীপ বাগিরা সহ আরও অনেকে বক্তব্য রাখেন ।সভায় সকলে রাজ্য সরকারকে অবিলম্বে বিদ্যালয়গুলোকে খোলার দাবি জানান । তারা বলেন যে রাজ্য সরকার আসলে সাধারণের শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাই, পিপিপি মডেলের নামে শিক্ষাকে বেসরকারীকরণ করতে চাই ।
অভিজিৎ গুপ্ত –আজ ৭ই মে ডিওয়াইএফআই ১১ তম সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে মালদা জেলার প্রাক্তন ও বর্তমান দের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা।।।