নিজস্ব সংবাদদাতা: চিন্তন নিউজ: ০৫/১২/২০২৪:- –মালবাজার শহরকে ঘিরে রয়েছে একাধিক চা বাগান। মাল শহরের রাজনীতিতে চা বাগান কার্যত সাপ্লাই লাইন হিসেবেই পরিচিত। একটা সময় লাল পার্টির বড় মিছিল মানেই চা বাগানের শ্রমিক মহল্লার মানুষদের ভিড়। বর্তমান সময়ে সেই জায়গা দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং আদিবাসী বিকাশ পরিষদ।
একটা সময় ডুয়ার্স অঞ্চলের চা বাগানগুলিতে লাল ঝাণ্ডার দাপট ছিল সর্বজনবিদিত। বিভিন্ন লড়াই আন্দোলনে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিত চা বাগান এলাকার মানুষজন। রাজ্যে পালাবদলের সাথে সাথে চা বাগান গুলিতে ক্রমশ ক্ষয়ীষ্ণু হতে শুরু করে লাল ঝাণ্ডার দাপট। জায়গা দখল নিতে শুরু করে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে কেন্দ্রের শাসক বিজেপি আর এস এস এর হাত ধরে চা বাগান গুলিতে নিজেদের সংগঠনের বিস্তার বাড়াতে শুরু করে।
সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে বাগড়াকোট, ডামডিম গ্রাম পঞ্চায়েত আসনের লড়াই করেছিল সিপিআই(এম) প্রার্থীরা। রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এর একটি আসনে লড়াই করে জয় পায় সিপিআই(এম) প্রার্থী। আর তখন থেকেই চা বাগানকে কেন্দ্র করে সংগঠনকে আরও ঢেলে সাজাতে প্রস্তুতি নিতে শুরু করে সিপিআই(এম) মাল এরিয়া কমিটি।
সম্প্রতি মালবাজার শহরের উদিচি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সিপিআই(এম) মাল এরিয়া কমিটির তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে বারবার উঠে আসলো চা বাগানের প্রসঙ্গ। চা বাগানে হারিয়ে যাওয়া সংগঠনের শ্রী খুঁজে পেতে বিগত বেশ কিছু বছর ধরেই মরিয়া সিপিআই(এম)।
নতুন উদ্যমে চা বাগান এলাকার সংগঠনকে সাজিয়ে স্বমহিমায় ফিরবে সিপিআই(এম) মাল এরিয়া কমিটি। ২০১১ সালে রাজ্যে পালা বদল হলেও মাল বিধানসভা কেন্দ্র ধরে রাখে সিপিআই(এম)। একদা চা বলয়কে ঘিরে থাকা মাল ও ক্রান্তি এই দুই ব্লক মিলিয়ে ২০- (তপঃ উপ) মাল বিধানসভা কেন্দ্র।
সম্মেলনকে কেন্দ্র করে প্রতিনিধি ও নেতৃত্বর আলোচনায় উঠে আসলো চা বাগান প্রসঙ্গ। সংগঠনকে ঢেলে সাজাতে দলীয় তরফে শুরু হয়েছে উদ্যোগ। তৃতীয় এরিয়া সম্মেলনে তরুণ সদস্যদের ভিড় ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। আর সেই উদ্দীপনাতে ভর করেই চা বাগানকে কেন্দ্র করে মাল এরিয়া কমিটিকে নতুন উদ্যমে সাজাতে চলেছে নেতৃত্ব। এদিকে লক্ষ্য রেখেই এক ঝাক তরুণ সদস্যকে এরিয়া কমিটির মূল দায়িত্বে নিয়ে আসা হোলো বলেই মত নেতৃত্বর।