জেলা

ধর্ষণের অভিযোগে সাসপেন্ড হলেও গ্রেফতার হয়নি রাজগঞ্জ থানার মেজোবাবু সুব্রত গুন, অবিলম্বে গ্রেফতারের দাবিতে মিছিল বিক্ষোভ ছাত্র যুব মহিলাদের।।


দীপশুভ্র সান্যাল: জলপাইগুড়ি:চিন্তন নিউজ:১২ জানুয়ারী,২০২৫:- ধর্ষনে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হলেও এখনো গ্রেফতার হয়নি রাজগঞ্জ থানার মেজোবাবু সুব্রত গুন, অবিলম্বে তার গ্রেফতারের দাবীতে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির পক্ষ রাজগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ করা হয় এবং ডেপুটেশন দেওয়া হয় রবিবার। বিকেলে রাজগঞ্জ বাজারে মিছিল করে থানায় বিক্ষোভ সভা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহিলা নেত্রী মমতা রায়, রীনা সরকার, যুব নেতা শুভায়ু পাল, মমতাজ আলি, মহম্মদ হাসান, ছাত্র নেতা পাপাই মহম্মদ, সঞ্জু মিস্ত্রি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়ি জেলা পুলিশের সাব ইন্সপেক্টর সুব্রত গুন। তিনি জলপাইগুড়ি রাজগঞ্জ থানায় কর্মরত। শুক্রবার রাতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা শুভশ্রী মোদক। জানা গেছে একটি মামলার তন্দন্তের অছিলায় শুভশ্রীকে রাজগঞ্জে ডেকে নেন সুব্রত গুন। এরপর তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তী করে। এই বিষয়ে সুব্রত গুনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।অপরদিকে এই ঘটনায় শনিবার দুপুরে শিলিগুড়ি পুলিশের একটি তদন্তকারী দল রাজগঞ্জ থানায় আসে বলে জানা গেছে।


ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন শুভশ্রী মোদক এর অভিযোগ এর ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানা জিরো এফ আই আর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে।এই ঘটনায় সুব্রত গুন কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রবিবার রাজগঞ্জ রাজগঞ্জ বাজার থেকে মিছিল করে থানায় বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র যুব মহিলা নেত্রীবৃন্দ দাবি জানান শুধু সাসপেন্ড করলেই হবে না অভিযুক্ত অফিসার কে গ্রেপ্তার করেই তদন্ত করতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।