অমলেন্দু মহাপাত্র: চিন্তন নিউজ:৭ ই জানুয়ারি,২০২১:– সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির ডাকে ৬ ও ৭ জানুয়ারি’২১ সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন স্থানে খেতমজুর সংগঠনের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি বেলা ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।
খেজুরি, হেঁড়িয়া, আত্মারামচক, উদাখালী, মিত্রচকে অবস্থান কর্মসূচি সংগঠিত হয় । ইউনিয়নের সর্বভারতীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিমাংশু দাস, খেজুরি১ ব্লকের খেতমজুর ইউনিয়নের সম্পাদক রাম কুমার মাইতি, খেজুরি ২ ব্লকের ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক স্বদেশ মাইতি, জাহারাজ আলি, উৎপল দত্ত, বিশ্বজিৎ দিন্ডা,জগন্নাথ দোলুই প্রমূখ নেতৃত্বগন উপস্থিত ছিলেন। মিছিল, অবস্থান কর্মসূচিতে হিমাংশু দাস, সমীর কলা,বিশ্বজিৎ দাস ,গোকুল ঘোড়াই , মৃন্ময় মাইতি, অতুল্য উকিল, রত্নেশ্বর দোলাই,বক্তব্য রাখেন।
তাছাড়া শীর্ষেন্দু দাস, অতনু রায়, শেখ শাকিল, শেখ জাকির, সাগরিকা দোলাই, জোৎস্ন মাইতি সহ অন্যান্য গন সংগঠনের নেতৃত্বগন উপস্থিত ছিলেন । রাস্তা অবরোধের ফলে, দফায় দফায় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অবস্থান বিক্ষোভকারীগন অনড় থেকে অবস্থান চালিয়ে গেছেন। মূলত যে দাবিগুলির ভিত্তিতে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়েছে তা হল কেন্দ্রীয় সরকারের তিনটি বেআইনি কালা আইন বাতিল করতে হবে,এই দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে, বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ,রেগায় ১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরির দাবিতে, পরিবার পিছু ৭৫০০ টাকা এবং মাথাপিছু ১০কেজি করে খাদ্যশস্য দেওয়ার দাবি সহ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদেএই কর্মসূচি পালন করা হয়।