দেশ

বামপন্থীরা ঘুমায় না….জেগে থাকে।


সৌমেন বাগ:-লক ডাউনের ফলে যখন দিশেহারা সাধারণ মানুষ….এবং উচ্চবিত্তরা সন্তর্পণে. তখন বামেরা রাস্তায় ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলো যাঁদের পাশে থাকার কথা ছিলো তারা আজ গা বাঁচিয়ে.আছে.ঠিক তখনই এক অন্যন্য নজির গড়লেন অবসরপ্রাপ্ত শিক্ষক-নেতৃত্ব।পি রাজা রাও হ্যাঁ, জন্মসূত্রে তেলুগুভাষী। কিন্তু,ছোটবেলা থেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) এর সদস্য। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। রিটায়ারমেন্ট-এর পর ‘দেশে ‘(অন্ধ্রপ্রদেশ) যান উনি। লকডাউন ঘোষিত হয় সারা দেশে। অন্ধ্রপ্রদেশে আটকে থাকে বেশ কিছু বাঙালি শ্রমিক। পশ্চিমবঙ্গে জেলা ও রাজ্য সিআইটিইউ’- র পক্ষ থেকে সে বার্তা যায় পার্টির নেতৃত্বের কাছে। এবং, স্বাভাবিকভাবেই যোগাযোগ হয় সঙ্গে। উনি তখন উদ্যোগী হন এবং যোগাযোগ করেন গুন্টুর, বিশাখাপত্তনম,ভিজিয়ানাগারাম ,ঈস্ট গোদাবরী জেলার পার্টি ও সিআইটিইউ নেতৃত্বের সঙ্গে।তারা উদ্যোগী হয়ে সেই শ্রমিক ভাইদের সঙ্গে যোগাযোগ করেন।তাঁদের বাড়ি ফিরিয়ে আনা হয়।সমস্ত উদ্যোগেই গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে সিআইটিইউ, অন্ধ্রপ্রদেশ।শুধুমাত্র তাই নয়,পরিযায়ী শ্রমিকদের জন্য ওই রাজ্যে সিআইটিইউ ক্যাম্প করে খাদ্যদ্রব্য বিতরণ করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।