রাজেশ ঘোষ: চিন্তন নিউজ:১৮ই এপ্রিল:- মানবজাতি তার আবির্ভাবের পর থেকেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রতিকূলতার সঙ্গে সংগ্ৰাম চালিয়ে যাচ্ছে অনবরত। যক্ষ্মা, ভয়াবহ প্লেগ, ম্যালেরিয়া ও আরও ভয়ংকর সংক্রামক ব্যাধির সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছে প্রযুক্তি , বিজ্ঞানকে হাতিয়ার করে।
কাঁসর ঘন্টা বাজিয়ে বা বাতি জ্বালিয়ে নয়, মানবিক দায়বদ্ধতা থেকে কোভিড১৯ কে মোকাবিলা করার জন্য ঘরবন্দি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বামপন্থী দল ও গণসংগঠনগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধ নিয়ে। আজ সি পি আই (এম) চৌরঙ্গী২ এরিয়া কমিটির অন্তর্গত ৪৯ নং ওয়ার্ডে প্রান্তিক কিছু মানুষের কাছে জীবনধারণের কিছু রসদ নিয়ে পৌঁছে গেল বামপন্থী ছাত্র, যুব, মহিলা, বস্তি আন্দোলন ও নাগরিক আন্দোলনের কর্মীরা।
আতঙ্কে নয়, সচেতন থাকুন, সুস্থ থাকুন।
পাশে থাকার লড়াই জারি আছে, থাকবে।