জেলা রাজ্য

দুর্গাপুরের অম্বুজা আবাসন অঞ্চলে স্যানিটাইজেশনে বাম যুব কর্মীরা


নিউজ ডেস্ক: দুর্গাপুর, চিন্তন নিউজ:৭ই জুন:– করোনা ভাইরাসের আক্রমণ গোটা বিশ্বজুড়ে ,ভারতে করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে। চিকিৎসা শাস্ত্রে বারবার বলা হচ্ছে এলাকায় বেশি করে স্যানিটাইজার করলে এই ভাইরাসের প্রকোপ কিছুটা কমে এলাকায়।পৌরসভার প্রতিনিধিদের কাছে পরিষেবা পাচ্ছেনা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে।

দুর্গাপুরের সিটি সেন্টার অম্বুজা আবাসনে ও একই রকম অবস্থা।এলাকার পরিষ্কার অথবা স্যানিটাইজারের দায়িত্ব নিতে এগিয়ে এলো বাম যুবক কর্মীরা। স্থানীয় সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে আবাসন অঞ্চল জুড়ে চললো গোটা এলাকার স্যানিটাইজেশন।

শহরের পুর পরিষেবা আবেদন-নিবেদনে সারা না দিলে বাম ছাত্র যুবরাই সীমিত ক্ষমতার মধ্যে এগিয়ে এল মানুষের পাশে। এই উদ্যোগ কে ঘিরে এলাকায় প্রত্যেকটি মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।কর্মসূচিতে উপসর্হিত ছিলেন এলাকার বাম যুব নেতা শুভাশীষ মাইতি, বাম নেতা শ্যামা ঘোষ সহ একাধিক বাম যুব কর্মী ও মহিলারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।