দেশ

প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল


সুপর্ণা রায়- চিন্তন নিউজ –বছর শেষে আবার নক্ষত্র পতন — প্রয়াত প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল । তাঁর মেয়ে পিয়া বেনেগাল তাঁর বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন ।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বয়স জনিত কারণে তাঁর মৃত্যু হয় । দীর্ঘদিন ধরে তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন । গত ১৪ ই ডিসেম্বর তাঁর নব্বই তম জন্মদিন পালিত হয় ।
তাঁর পরিচালিত শেষ ছবি ” মুজিব দ্য মেকিং অফ অ্যা নেশন”- —
১৯৭০ – ৮০ দশকে তিনি একের পর এক চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্র জগৎ কে উপহার দিয়েছেন । ” মন্থন”, ” অঙ্কুর”,” ভূমিকা” ,” জুনুন”, ” মান্ডি” ,” নিশান্ত” সহ বহু চলচ্চিত্র তৈরী করেছেন ।

১৯৭৬ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয় । ৯০ বছর বয়সেও তিনি তাঁর নিজের কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসতেন । এই বছর ৭৭ তম “কান চলচ্চিত্র উৎসবে ” তাঁর পরিচালিত ” মন্থন” ও ” রেষ্টোর্ড” ছবি প্রদর্শিত হয় । ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেন স্মিতা পাতিল , নাসিরুদ্দিন শাহ, গিরিশ করনাড সহ বহু নামী অভিনেতা অভিনেত্রীগণ। এই ছবিটি দর্শকদের আর্থিক সহযোগিতায় তৈরী হয়েছিল। এই সিনেমাটি ডেয়ারি আন্দোলনের উপর তৈরী হয়েছিল । শ্যাম বেনেগাল পরিচালিত ছবি গুলো সবচেয়ে বড় পরিচয় তিনি তাঁর ছবির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা গুলো কে তুলে ধরতেন । আজ সন্ধ্যায় এই মৃত্যুর সাথে শেষ হলো একটা যুগের—


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।