সলিল ঘোষাল:নিজস্ব প্রতিবেদন:- চিন্তন নিউজ:০১/১২/২০২৪:– রাজ্য পুলিশের প্রাক্তন আই জি পঙ্কজ দত্ত প্রয়াত হলেন !! তাঁর এই মৃত্যু নিতান্তই স্বাভাবিক না প্রকারান্তরে “খুন” সেই রহস্য টার উদঘাটন খুবই জরুরি এবং তা জনসমক্ষে তুলে ধরার দায়িত্ব টা প্রগতিশীল মানুষদের ই নিতে হবে। তার কারন আমাদের রাজ্যের শাসক দলের নেত্রী ‘র “অনুপ্রেরণায়” একটার পর একটা “লোমহর্ষক” ঘটনা ঘটতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকবো–এটা আদৌ সমিচীন না বলেই আমি মনে করি।
প্রয়াত পঙ্কজ দত্ত নিঃসন্দেহে একটা প্রতিবাদী কন্ঠ। শাসক দলের সব কূ-কৃত্যির বিরুদ্ধে ওনার সরব পদক্ষেপ কে আমরা কুর্নিশ জানাই। আর জি কর কান্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আয়োজিত সভায় ওনার তথ্যসমৃদ্ধ ও অকাট্য বক্তব্যের ঝাঁজ নবান্নের চোদ্দ তলা কেও নাড়িয়ে দিয়েছিল। তার ই ফলস্বরুপ আমাদের রাজ্যের অত্যন্ত প্রতিহিংসা পরায়ন মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়তলা থানার পুলিশ পঙ্কজ বাবুর মতো একজন সু-শিক্ষিত এবং উচ্চ পদস্থ প্রাক্তন পুলিশ অফিসার কেও তারা চোর ডাকাতের মতো থানায় টানতে টানতে নিয়ে গিয়ে হেনস্থা করতে পিছপা হ’ল না !! দলনেত্রী নবান্নের চোদ্দ তলায় বসে এই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন !! ভিষন ভাবে তৃষ্ণার্ত থাকা সত্ত্বেও বড়তলা থানার পুলিশ পঙ্কজ বাবু কে এক গ্লাস জল পর্যন্ত পান করতে দেয় নি–এই ঘটনা বর্বরতার ই নামান্তর !! রাজ্য জুড়ে ক্রমবর্ধমান অন্যায় ও অবিচারের বিরুদ্ধে পঙ্কজ বাবুর চাঁচা ছোলা বক্তব্য মামা-টিমা-নুষ দলের নেত্রী কেও যথেষ্ট ভাবিয়ে তুলেছিল–তাই পঙ্কজ বাবুর উপর এই আক্রমন নামিয়ে আনা হ’ল !!
এখন আর মুখ বুজে সব কিছু সহ্য করার সময় না। আমাদের বুঝতে হবে যে পুলিশ এবং কিছু পোষা সমাজবিরোধী ই মমতা ‘র এই মুহূর্তের সবচেয়ে বড় সম্পদ !! জনসাধারণের কাছে এদের বেলাগাম অন্যায় ও অত্যাচারের ছবি গুলো যতদিন না পর্যন্ত আমরা সঠিকভাবে তুলে ধরতে পারছি, ততদিন ই লক্ষীর ভান্ডারের মতো অন্যান্য অনুদানের ম্যাজিক সমহিমায় মানুষের মধ্যে রাজ করে যাবে, আর আমরা ক্রমশই আরো জনবিচ্ছিন্ন হয়ে পরবো–যে কথা বলাই বাহুল্য !!