জেলা

খবরে কলকাতা


চিন্তন নিউজ—-কলকাতা জেলা—- গৌতম প্রামাণিক- শ্রদ্ধেয় উৎপল কান্তি রায়– গত ৪ নভেম্বর ২০, ভোর সাড়ে পাঁচটায় প্রয়াত হলেন! বাল্যকাল থেকেই প্রগতিশীল আন্দোলন ও কর্মসূচিতে যুক্ত ছিলেন। ছিলেন বাস্তববাদী ও কুসংস্কার মুক্ত মানুষ। বৈজ্ঞানিক চিন্তা ও তার প্রয়োগকে ভীষণ ভাবে তারিফ করতেন। স্বাভাবিক ভাবেই সুস্থ, প্রগতিশীল, কুসংস্কার মুক্ত সংগঠন “কলকাতা নাগরিক সম্মেলন”-র সাথে যুক্ত হলেন, সক্রিয় সদস্য হিসেবে কাজ করতে লাগলেন, এবং দায়িত্ব গ্রহণ করেন প্রথমে কলকাতা পৌরসংস্থার ৪৯নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সদস্য হলেন! অসম্ভব সক্রিয় ছিলেন এই কাজে, ফলে আরো দায়িত্ব আরোপ হলো, সদা হাস্যোজ্জ্বল, ধীর ও নম্র প্রকৃতির শ্রদ্ধেয় উৎপল বাবু উত্তর মধ্য জোনাল কমিটির সদস্য হলেন, পরবর্তী সময়ে ঐ জোনাল কমিটির অবলুপ্তি ঘটে, নতুন জোনাল কমিটি গঠন হয়, বর্তমানে যে জোনাল কমিটি গঠন হয়, তার নাম “শিয়ালদহ বৌবাজার জোনাল কমিটি”। বর্তমান এই জোনাল কমিটিরও সদস্য হলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত।

” কলকাতা নাগরিক সম্মেলন ” হারালেন একজন প্রকৃত সংগঠককে। প্রয়াত উৎপল কান্তি রায় কে সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, তার পরিবার পরিজনদের সমবেদনা।

কমরেড অভিক মুখোপাধ্যায়–আজ সকাল সাড়ে আটটায় প্রয়াত হলেন। প্রকৃতপক্ষে বামপন্থী পরিবারেই জন্ম, এবং ওনার অবস্থান ছিল বামপন্থীসুলভ, কথা ব্যাবহার ছিল অত্যন্ত সহজ সরল, উনি আবাসন দপ্তরে চাকরি করতেন এবং ঐ দপ্তরেই কর্মচারীদের সংগঠন করতেন। ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ) র সদস্য ছিলেন। ফলে কলকাতা পূর্বতন জোনাল কমিটি ঐ উত্তর মধ্য জোনাল কমিটি, সেই জোনের কেন্দ্রীয় শাখার সাথে যুক্ত ছিলেন। জোনাল স্তর অবলুপ্তি ঘটলে চৌরঙ্গী ২ এরিয়া কমিটির অন্তর্গত ৫১নং ওয়ার্ডে কমরেড মুখোপাধ্যায়-র সদস্যপদ যুক্ত হলো। ছিলেন সংস্কৃতি মনস্ক, সুন্দর আবৃত্তি পাঠ করতেন। ধীর, স্থির ও সুবক্তা ছিলেন।
উনি ছিলেন প্রাক্তন প্রয়াত সাংসদ ও কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা কমরেড অজয় মুখোপাধ্যায় -র সুযোগ্য সন্তান। কমরেড অভিক মুখোপাধ্যায় লাল সেলাম, অমর রহে! ওনার পরিবারের সকল সদস্যদের সমবেদনা।

২৬ শে নভেম্বর সর্বভারতীয় সাধারণ ধর্মঘট বাম ও গণতান্ত্রিক শক্তির ডাকে সফল করার লক্ষ্যে সর্বত্র প্রচার কর্মসূচি চলছে। আজ সিপিআই(এম) কসবা ৩এরিয়া কমিটির উদ্যোগে এলাকায় দেওয়াল লিখন করা হল।

সংবাদদাতা—-সাথী ভট্টাচার্য্য:- কাশীপুর বেলগাছিয়া 1 এরিয়া কমিটির আহ্বানে ২৬ শে নভেম্বর সর্বভারতীয় ধর্মঘট সফল করার জন্য কাশীপুর ৪ বি বাস স্ট্যান্ড থেকে বামপন্থী গণসংগঠনগুলোর ডাকে এক মিছিল এলাকা পরিক্রমা করে।

সংবাদদাতা—- কাকলি মৈত্র:– আজ বিকেলে সত্যপ্রিয় ভবনে বিশিষ্ট সমুদ্র বিজ্ঞানী আনন্দ দেব মুখার্জি র স্মৃতির উদ্দেশ্যে এক সভার আয়োজন করেছিলেন বিদ্যাসাগর ফাউন্ডেশন কমিটি। এই সভায় উপস্থিত ছিলেন বিমান বসু ডঃ পবিত্র সরকার অম্বিকেশ মহাপাত্র।এছাড়া প্রদীপ মহাপাত্র এবং বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।