জেলা

কলকাতা জেলার খবর—–


চিন্তন নিউজ: ২৬শে জুলাই:- দেবী দাসের রিপোর্ট- আজ সকালে কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)র তরফ থেকে বেহালা পশ্চিম চার এরিয়া অঞ্চলের ২ নম্বর শাখা এলাকার বাজারে এবং রিক্সা চালক ভাইদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হোলো।

আবার আজ সিইএসসি’র সীমাহীন, অযৌক্তিক বিদ্যুৎ বিল প্রত্যাহার করে অবিলম্বে সঠিক বিল দিতে হবে। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী সঞ্জীব গোয়েঙ্কার জোচ্চুরিতে রাজ্য সরকার নীরব কেন? স্যানিটাইজারের ওপর ১৮% জিএসটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

উক্ত দাবীগুলো নিয়ে সি পি আই (এম) বেহালা পশ্চিম ১ এরিয়া কমিটির আহ্বানে বেহালা থানার মোড়ে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়।

এদিকে কোভিড ১৯ লকডাউন শুরু হওয়া থেকে বামপন্থী দল ও গণসংগঠনগুলো ত্রাণ সামগ্রী, ত্রিপল , সবজি বাজার ও কমিউনিটি কিচেন চালিয়ে যাচ্ছে। এবার আর এক বিপদের সন্মুখীন হলো শহরবাসী—- ডেঙ্গু।না আছে ডাক্তার না আছে সরকারি স্তরে মশা নির্মুল কিংবা জমা জল দূরীকরণের কোনো সদিচ্ছা। প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, রাজ্য সরকারের কোন ভুমিকা নেই। আজ সি পি আই ( এম) বেহালা পশ্চিম (১) এরিয়া কমিটির ১৩১ নং ওয়ার্ডের উদ‍্যোগে ২৫০ জন কে মশারী বিতরণ করা হয়।

অপরদিকে বর্তমান পরিস্থিতিতে সামাজিক ও অর্থনৈতিক সংকট এসেছে জনগণের সামনে। প্রান্তিক মানুষ না পাচ্ছেন ডাক্তার, না পাচ্ছেন স্বাস্থ্য পরিষেবা। এই অবস্থায় গত চার মাস ধরে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ বিঞ্জান মঞ্চ বড়িশা- ঠাকুরপুকুর-সরসুনা বিজ্ঞান কেন্দ্র। আজ ৬৬ জন প্রান্তিক মানুষের কাছে ওষুধ ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হলো, উপস্থিত ছিলেন ডাক্তার সুব্রত মন্ডল।

সংবাদদাতা মীরা ঘোষ জানাচ্ছেন, কলকাতার ১০০ নম্বর ওয়ার্ডের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী রমেশ মাইতির জন্মদিন ছিল গতকাল। সেই উপলক্ষে যুব ফেডারেশনের তরফে রামগড় আঞ্চলিক কমিটি অঞ্চলের ছোট ছোট কুঁড়িদের ভালোবাসা জানিয়ে তাদের হাতে তুলে দিয়েছে কিছু প্রয়োজনীয় কিন্তু খুশির সামগ্ৰী। ব্যয়ভার ঐ যুবকর্মী রমেশ মাইতি বহন করেছে প্রশ্নাতীত আনন্দে। জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার এই অভিনব প্রয়াস অন্যত্র ছড়িয়ে পড়ুক, পাশে থাকার লড়াইয়ে এক অনন্য সংযোজন।

সংবাদদাতা —সাথী ভট্টাচার্যের রিপোর্ট- ২৪ জুলাই ২০২০ লক্ষী সায়গলের মৃত্যু দিন উপলক্ষে কাশিপুর চিৎপুর টালা মহিলা এরিয়া কমিটির উদ্যোগে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।৫০জন মহিলাদের হাতে সাবান, মাক্স,স্যানিটাইজার, স্যানিটারি ন্যাপকিন, ওকিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন মহিলা সমিতির রাজ‍্য সম্পাদিকা কনিনীকা বোস ও কলকাতা জেলা সম্পাদিকা দীপু দাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।