জেলা

খবরে কলকাতা-


চিন্তন নিউজ– ৩০শে সেপ্টেম্বর:- কাকলি চ্যাটার্জী- আন্দোলনে হকার্স ইউনিয়ন—-২০১৪ সালের কেন্দ্রীয় আইন কার্যকর হয়নি এই নেই রাজ্যে! মমতার সরকার কেন্দ্রীয় নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে ২০১৯ শে হাইকোর্টের বাতিল হওয়া রুলস পাঠিয়ে দেয় কেন্দ্রের কাছে। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেন ৮১০০০ হকারকে ২০০০টাকা করে দেওয়া হবে যদিও মোট হকারের সংখ্যা ১০ লক্ষাধিক। কিন্তু কারা পাবেন এই ২০০০ টাকা সেটা বোধহয় কেউই জানেন না। সার্টিফিকেট অফ ভেন্ডিং, কেন্দ্রীয় প্রকল্পের ১০০০০টাকা ঋণ সহ একাধিক দাবিতে আজ ধর্মতলা লেনিন মূর্তির সামনে থেকে পুরসভার কেন্দ্রীয় ভবন পর্যন্ত কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়নের উদ্যোগে এক মিছিল সংঘটিত হয়। মিছিল শেষে সভা ও ডেপুটেশন দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন স্ট্রীট হকার্স ইউনিয়নের কলকাতা জেলার সম্পাদক গোপাল দাস।

সর্বত্র ছাঁটাই আর বেসরকারীকরণ! বিজেপি সরকারের দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর কাজ শুধু একটাই যেখানে যা আছে বেচে দিয়ে পকেট ভরাও কর্পোরেটদের! শ্রমিক স্বার্থ, সাধারণ খেটেখাওয়া মানুষের স্বার্থ ঠাঁই পায় না অত্যাচারী শাসকের চিন্তা ভাবনায়। কলকাতা বন্দর, হলদিয়া বন্দরের মাথার ওপর ঝুলছে বেসরকারীকরণের খাঁড়া! প্রতিবাদে কলকাতা হেড অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল কলকাতা পোর্ট এবং শোর মজদুর ইউনিয়নের উদ্যোগে।

নির্ভয়ার ছায়া গতকালের উত্তরপ্রদেশের হাথরস কান্ডে! যেভাবে দলিত কিশোরীর ওপর অমানুষিক নির্যাতন ও ধর্ষণ শেষে জিভ কেটে নেওয়া হয়েছে যাতে সে কোনো কথা বলতে না পারে! পুলিশ ব্যস্ত অপরাধীদের অপরাধ ঢাকতে! মণীষার হত্যাকারীদের শাস্তির দাবিতে সিপিআই(এম) চৌরঙ্গী ১ এরিয়া কমিটি প্রতিবাদ সংঘটিত করে।

সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কাশীপুর-চীৎপুর-টালা আঞ্চলিক কমিটির উদ্যোগে যোগীরাজের রামরাজ্যে ধর্ষিতা কিশোরীর মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের চরম শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পথচলতি মানুষকে কালো ব্যাজ পরানো হয়, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় ঐ নৃশংস আক্রমণের শিকার মণীষাকে। পুলিশ অপরাধীদের আড়াল করতে ব্যস্ত! ধর্ষিতার শরীরে নাকি কোনো ধর্ষণের প্রমাণ মেলেনি! তাহলে কেন রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে পুড়িয়ে দিতে হর ঐ কিশোরীর মরদেহ? প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সম্পাদিকা সাথী ভট্টাচার্য।

সংবাদদাতা—-দেবী দাস:- কলকাতার বুকে বামপন্থীদের উদ্যোগে চলছে একাধিক সবজি বাজার। আজ নবতম সংযোজন! সিটু বেহালা পশ্চিম ৪ আঞ্চলিক সমন্বয় কমিটির উদ্যোগে আজ শুরু হল শ্রমজীবী বাজার‌।

রাম রাজ্যে আবার বোধন এক দলিত কন্যা।এই ১৯ বছরের কন্যা চার ধর্ষকের চাপ এতটাই তীব্রতা ছিল মেয়েটির নিজের দাঁতের চাপে জিভ কেটে পড়ে গেল স্পাইনাল কর্ড ভেঙ্গে চুরমার হয়ে গেলো।রাম রাজ্যের এই মহান চার ধর্ষক সন্দিপ রাম,লবকুশ রাভি অত্যাচারের পর ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করতে করতে মৃত্যুর পথে ঢলে পড়লো। জানিনা এর পর কার মা দিদি, স্ত্রী এই পরিস্থিতিতে পড়বে। রাতের অন্ধকারে রোগীর প্রশাসন মেয়েটিকে পুড়িয়ে দিলো।বাড়ির লোকেরা জানতে ও পারলো না।আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বেহালা পশ্চিম আঞ্চলিক কমিটি বেহালার থানার সামনে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করে এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংবাদদাতা—-মানস ভট্টাচার্য:- আজ সারা ভারত নয়া শিক্ষাবিলের বিরুদ্ধে ১-৩ টা পযন্ত অবস্থান বিখকোভ কর্মসুচিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ শিক্ষাকমী ইউনিয়ন, কলকাতা বিশ্ববিদ্যালয় যুক্ত সংগ্রাম কমিটির ডাকে পথসভা চলে পথসভায় বক্তব্য রাখেন যথাক্রমে, অনজন দাঁ, নীলকমল সাহা, সুদীপ্ত সরকার সহ বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ ইউনিয়ন এর সম্পাদক। এরা ছাড়া ও ২৫০-৩০০ জন শিক্ষাকমী সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারি রাও উপস্থিত ছিলেন । সভার নির্দিষ্ট সময়ে শেষ করা হয় পুলিশি অনুমতি থাকা সত্ত্বেও ঐতিহাসিক কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরের সামনের কেন্দ্রের নয়া শিক্ষা বিল বাতিল এর দাবিতে। আগামী তে আরো বৃহত্তর কর্মসুচির হুঁশিয়ারি দিয়ে সভার কাজ শেষ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।