চিন্তন নিউজ –৩১ মার্চ:- —আজ চৌরঙ্গী বিধানসভার ৫০নং ও ৪৮ নং ওয়ার্ডে বাম কংগ্রেস আই এস এফ এর এর সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী সন্তোষ কুমার পাঠকের অঞ্চল পরিক্রমা।
বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ফুয়াদ হালিমের প্রচারসভা ৬১ নং ওয়ার্ডে।
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী নিহার ভক্ত আজ সকালে অঞ্চল পরিক্রমা করেন ও সাধারণ মানুষও এই পরিক্রমায় যোগ দেন