জেলা

কলকাতার টুকিটাকি


চিন্তন নিউজ১৪ ই সেপ্টেম্বর:-সংবাদদাতা- গৌতম প্রামাণিক- বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে আগামীকাল মূল আন্দোলন পর্বের সূচনা ঘটবে বেলা ২টোর সময় ছাত্র-যুব আন্দোলনের পীঠস্থান কলেজ ষ্ট্রীটে। নির্ধারিত কর্মসূচি–
১৫ই সেপ্টেম্বর, ২০২০ বেলা ২টোয় কলেজ ষ্ট্রীট থেকে এসএফআই ও ডিওয়াইএফআই সহ বাম ছাত্র যুব অন্যান সংগঠনগত ভাবে মিছিল সংগঠিত হচ্ছে।
মূল দাবি- “সকলের জন্য শিক্ষা ও শিক্ষান্তে কাজ চাই।” কিন্তু, এখন এই মিছিলে যুক্ত হলো কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা বিরোধী কর্পোরেট ধাঁচে শিক্ষা ব্যাবস্থা, মাতৃভাষার অবমাননা। সকলের জন্য শিক্ষা ব্যাবস্থার উল্লেখ নেই। শিক্ষান্তে চাকরির সুনিশ্চিত জায়গাকে সংকোচন করে একেরপর এক রাষ্ট্রায়ত্ব সংস্থা বেসরকারিকরণ।
এই বিরুদ্ধে প্রতিবাদীদের দাবিকে নিয়ে আগামী কাল তীব্র লড়াইয়ের শপথ চলছে রাজ্য ব্যাপি। আজ কলকাতা জেলার বিভিন্ন অঞ্চলে বাইক মিছিল , পথসভা হয়েছে। এসএফআই কলেজ ষ্ট্রীট রাজাবাজার আঞ্চলিক কমিটি ও ডিওয়াইএফআই উত্তর মধ্য আঞ্চলিক কমিটির উদ্যোগে আগামীকালের আন্দোলন মিছিলে কলকাতাকে উত্তাল করার আহ্বানে পথসভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন- এসএফআই কলকাতা জেলা সভাপতি কমঃ অর্জুন রায়, কমঃ দেবাঞ্জন দে, কমঃ দেবরূপ গুপ্ত।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কলকাতা জেলা সভাপতি কমঃ কলতান দাশগুপ্ত, কমঃ বিকাশ ঝা, কমঃ চন্দন বোস প্রমুখ।

সংবাদদাতা–কাকলি চ্যাটার্জী:- ২০১১ সালের পর থেকেই নারী নির্যাতনে, ধর্ষণে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মানচিত্রে ঊর্ধ্বমুখী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে দুই আদিবাসী কিশোরীর ওপর শাসক শ্রেণীর দুষ্কৃতীদের বর্বর আচরণের প্রতিবাদে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ অন্যান্য বামপন্থী মহিলা সংগঠনগুলো এক মিছিলের আয়োজন করে সল্টলেক করুণাময়ীর কাছে। মিছিল শেষে ডেপুটেশন দেওয়া হয় রাজ্য মহিলা কমিশনারের কাছে। উপস্থিত ছিলেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ সহ অন্যান্য বাম মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ।

সংবাদদাতা—–দেবী দাস:-বেহালা পশ্চিম ১/২/৩/৪/ সমন্বয় কমিটি যুব ছাত্র ও মহিলা উদ্যোগে বি.এস.এন.এল ~এ কর্মরত ঠিকা শ্রমিকরা ১৪ মাস বেতন পাচ্ছেন না। কর্তৃপক্ষ শ্রমিক ছাঁটাই করতে চাইছে।এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি হলো। আজকের বিক্ষোভ কর্মসূচি হয় বেহালা টেলিফোন এক্সচেঞ্জের সামনে।
বক্তা ছিলেন– সি আই টি ইউ জেলার সম্পাদক দেবাঞ্জন চক্রবর্তী,সি আই টি ইউ সম্পাদক মন্ডলীর সদস্যা মিতা ঘোষ,যুব সম্পাদক মন্ডলি সদস্য শুভদীপ বোস, কৌস্তভ চ্যাটাজী ও রত্না রায় মজুমদার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।