চিন্তন নিউজ-গৌতম প্রামাণিক:২৪শে সেপ্টেম্বর:- আজ”পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি” “কলকাতা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন”-র প্রধান দপ্তরে (ভিক্টোরিয়া হাউস) ডেপুটেশন দিতে যায়। ডেপুটেশনে দাবি ছিল বিগত তিন মাসের বিদ্যুৎ বিল সমগ্ৰ বস্তি অঞ্চলে মুকুব করতে হবে, সাথে আমফান ঝড় বিধ্যস্ত এলাকায় অর্থ সাহায্য করতে হবে। সাথে “ভিক্টোরিয়া হাউসের” সামনে পথসভা হয়।
সংগঠনগত সিইএসসি-র প্রধানদের কাছে দাবি সনদ পেশ করতে যান রাজ্যের সম্পাদক কমরেড সুখরঞ্জন দে, ও কলকাতা, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদকরা। এই অতিমারি সংক্রমণ হেতু কিছু অফিসার “ভিক্টোরিয়া হাউস” ও বাকি প্রধান কর্মকর্তারা মোমিনপুর কার্যালয়ে বসছেন, “ভিক্টোরিয়া হাউসের” কর্মকর্তারা ভালো ব্যাবহার করেছেন, ওনারা বলেছেন আগামী কালের মধ্যেই তাদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত “পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি”কে জানিয়ে দেবেন। সংগঠনগত ভাবে তাদের জানানো হয়েছে যে- যদি সিদ্ধান্ত বস্তি মানুষের বিরোধী হয় তবে আগামীতে মোমিনপুর দপ্তর ঘেরাও হবে, তা নাহলে হাইকোর্টে মামলা দায়ের হবে। কলকাতা প্রধান দপ্তরের সামনে যে সভা হয় সেখানে সভাপতিত্ব করেন কমঃ আবু সুফিয়ান, এবং বক্তারা হলেন–কমরেড ডাঃ ফুয়াদ হালিম, কমরেড ফৈয়াজ আহমেদ খান ও কলকাতা, দুই ২৪ পরগণা এবং হাওড়া জেলা সম্পাদকরা, ও অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য বিষয় হলো আজ ওখানে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্তৃপক্ষ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের সঙ্গে অভাবনীয় সহযোগিতা করেছেন।
সংবাদদাতা–কাকলি মৈত্র:- বেঙ্গল কেমিক্যাল বেসরকারিকরণের প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফেডারেশন কলকাতা জেলার পক্ষ থেকে আজ এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তব্য রাখেন বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, জেলার যুব সভাপতি কলতান দাশগুপ্ত প্রমুখ নেতৃবৃন্দ।