চিন্তন নিউজ:২২শে ডিসেম্বর: কাকলি চ্যাটার্জি: আজ দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় সিপিআই(এম) এর এরিয়া কমিটিগুলি আয়োজন করে পথসভার। জোড়াসাঁকো১ এরিয়া কমিটির উদ্যোগে রামনাথ বিশ্বাস লেনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন কলতান দাশগুপ্ত, অর্জুন রায়, ইন্দ্রজিৎ ঘোষ প্রমুখ নেতৃত্ব।
লড়াইটা এখন আর সীমাবদ্ধ নেই কৃষকদের মধ্যে। সংস্কৃতি জগত, খেলোয়াড়রা, সমাজের কৃতি অংশের মানুষজন, অভিনেতা এমনকি বিজেপি সমর্থক কৃষকরাও যোগ দিতে শুরু করেছেন আন্দোলনে। শ্রেণী সংগ্ৰামই পারে শোষকের অচলায়তন ভাঙতে। আমজনতা দু দুটো ধর্মঘট সফল করে বুঝিয়ে দিয়েছেন কোনো শক্তির কাছেই, কর্পোরেটদের কাছে তাঁরা মাথা নত করবেন না। সিপিআই(এম) চৌরঙ্গী ২ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত ৫১ নং ওয়ার্ডে এক পথসভা অনুষ্ঠিত হল কৃষিবিল বাতিলকে সামনে রেখে। এছাড়া টালীগঞ্জ ২ এরিয়া কমিটির উদ্যোগে ৬টি স্থানে অটো ও মাইকসহ পথসভা অনুষ্ঠিত হয়।
দেবী দাস জানান ভারতের কমিউনিস্ট পার্টি (মা) পশ্চিম (১) এরিয়া কমিটির বেহালা ১৩১/ ৫ শাখার পার্টি সদস্যরা নতুন করে গণশক্তি বোর্ড লাগালেন এলাকার জনগণের চাহিদার কথা মাথায় রেখে।
ভারতের কমিউনিস্ট পার্টির (মা) পোর্ট এরিয়া কমিটি (২) আজ আনন্দ মোহন কোলে, বিষ্ণু চক্রবর্তী, ও প্রশান্ত চ্যাটার্জীর স্মরণে এক সভায় মিলিত হয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। উপস্থিত ছিলেন বেহালা পশ্চিম (১)এরিয়া কমিটির সদস্য রঞ্জন দাশগুপ্ত সহ অন্যান্য কমরেডরা।