চিন্তন নিউজ:- ১৪ই নভেম্বর:- দেবী দাস- মার্কসীয় প্রগতিশীল সাহিত্য বিপনি ভারতের কমিউনিস্ট পার্টি (মা) পশ্চিম (১) এরিয়া কমিটি বেহালা ১৩১ নং ওয়ার্ডের উদ্যোগে আজ থেকে ছয় দিন ব্যাপী বুকসটলের আয়োজন করা হয়েছে। উদ্বোধন করলেন ড:ফুয়াদ হালিম। উপস্থিত ছিলেন এরিয়া সম্পাদক মহ সাবির।
এসএফআই বেহালা দক্ষিণ পূর্ব ও ডিওয়াইএফ(আই) এর বেহালা পূর্ব ৩ আঞ্চলিক কমিটির দ্বিতীয় দিনের বুকস্টলে বক্তব্য রাখছেন অঞ্চলের গণতান্ত্রিক আন্দোলন এর নেতৃত্ব কমরেড অলোক ঘোষ এবং কমরেড উৎপল চ্যাটার্জি।।
সংবাদদাতা:- কাকলি চ্যাটার্জি:-।ডিওয়াইএফ(আই) টালীগঞ্জ ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে ৯৪ নং ওয়ার্ডে মিলনী ক্লাবের সামনে উদ্বোধন হল মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্র। উদ্বোধন করলেন এসএফআই এর রাজ্য কমিটির প্রাক্তন সভানেত্রী মধুজা সেনরায়। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী পাপিয়া অধিকারী।
সংবাদদাতা-কাকলি মৈত্র:- এসএফআই কলেজ স্ট্রীট-রাজাবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে ‘আজকের পার্থেনন’ দ্বিতীয় বর্ষের উদ্বোধন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। উপস্থিত ছিলেন সুশোভন পাত্র
সাথী ভট্টাচার্য জানান সিপিআই(এম) কাশীপুর-বেলগাছিয়া ১ এরিয়া কমিটির উদ্যোগে বিটি রোড চিড়িয়ামোড়ে প্রগতিশীল ও মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হল।
সংবাদদাতা—-সুদীপ্ত:- ৮৯ নং বিজ্ঞান সভার পক্ষ থেকে সরকারি আবাসন এবং অঞ্চলের ক্লাবগুলোর কাছে ‘বাজি ধরবো না’এই আবেদন চিঠির মাধ্যমে জানানো হয়।