জেলা

কলকাতার অন্দরে—-



চিন্তন নিউজ:২রা অক্টোবর:- দেবী দাস–‘মোহিনী চৌধুরী শ্রমজীবী ক্যান্টিন’– জনতার রান্নাঘর— বেহালা শ্রমজীবী ক্যান্টিন এই মুহুর্তে সাড়া ফেলেছে এলাকার প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবনে। লকডাউন এবং এরপর আমফান ঝড়ের কারণে প্রান্তিক মানুষ, যেমন,ভ‍্যানচালক , রিক্সাচালক, গৃহপরিচারিকা, ক্ষুদ্র ব্যাবসায়ীরা যে পরিস্থিতিতে আছেন এই অবস্থায় একমাত্র বামপন্থীরাই প্রয়াস নিয়েছেন শ্রমজীবী ক্যান্টিনের। প্রয়াত মোহিনী চৌধুরী শ্রমজীবী ক্যান্টিনে ১৮ দিন ধরে ৩০০ জন মানুষদের পেটভরে ২০ টাকায় খাবার দিচ্ছেন। এবং প্রয়াত মোহিনী চৌধুরীর পরিবার ও অগণিত মানুষ ছোট ছোট বাচ্চারা নিজেদের জমানো টাকা দান করে যাচ্ছে। ১৮ দিন ধরে শ্রমজীবী ক্যান্টিন ট্রায়াল দেওয়া হয়।আজ ২ রা অক্টোবর রান্নাঘর উদ্বোধন হলো । উপস্থিত ছিলেন কম: সূর্য কান্ত মিশ্র, কল্লোল মজুমদার,সুজন চক্রবর্তী, সংস্কৃতি জগতের মানুষ ও প্রতিবেশীরা।

উত্তরপ্রদেশের যোগীরাজের রাজ্যে ঘটে গেছে দলিত কন্যা মণীষা বাল্মীকির ধর্ষণ ও খুন! প্রশাসনের ন্যক্বারজনক ভূমিকা, অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে! সিপিআই(এম) বেহালা পশ্চিম ৪ এরিয়া কমিটির উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হল নির্যাতিতাকে।

সংবাদদাতা —-জয়শ্রী দেবনন্দী:-ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতা জেলার এন্টালী ২ আঞ্চলিক কমিটি এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে শুরু হল এলাকার পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানোর কাজ। সপ্তাহে পাঁচদিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে প্রশিক্ষণ, বই, খাতা, পেন-পেন্সিল সরবরাহ করার দায়িত্ব সংগঠনের কর্মীদের।

এলাকার উত্তীর্ণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ৯০ জন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধিত করা হল। উপস্থিত ছিলেন ডাঃফুয়াদ হালিম ,সুমিত্রা চৌধুরী ,ডিওয়াইএফআই—ধ্রুবজ্যোতি চক্রবর্তী। -উদ্যোক্তাডিওয়াইএফআই এন্টালী ২ আঞ্চলিক কমিটি।

সংবাদদাতা—সৌরভ দত্ত:- উত্তরপ্রদেশের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তার হাল! মণীষার মৃত্যু চুপ করে থাকতে দেয়নি ছাত্রছাত্রীদের ! তারা পথে নেমে মণীষার ধর্ষক ও হত্যাকারীদের যথোপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে। ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হল শ্যামবাজারে, পোড়ানো হল যোগীরাজের কুশপুতুল।

সংবাদদাতা—অনীশ চক্রবর্তী:- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কলকাতা জেলা কমিটি আজ ৫৪ তম বছরে পদার্পণ করলো। সেই উপলক্ষে সংগঠনের জেলা দপ্তরে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের কলকাতা জেলার সভাপতি কলতান দাশগুপ্ত।

সংবাদদাতা– শুভময়:- আজ ঢাকুরিয়ার এ টি চ্যাটার্জী বস্তি এলাকায় এসএফআই ও ডিওয়াইএফ(আই) ,এর যৌথ উদ্যোগে স্যানিটাইজেশন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।