কাকলি চ্যাটার্জী-চিন্তন নিউজ:৬ই সেপ্টেম্বর,২০২০:——-অচেনা পূজো—- দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। তিথিনিয়মের বেড়াজালে মহালয়ার একমাস পর পূজো, কার্তিকের প্রথমার্ধে। কোভিড, লকডাউনে বিপর্যস্ত দেশ রাজ্য তথা কল্লোলিনী কলকাতা। আবাহনের আগেই কোথায় যেন একটা বিদায়ের সুর! একটা তালভঙ্গ বাঙালি জনমানসে! অভাব অনটন অনিশ্চয়তা যেন বেড়েই চলেছে। বেকারত্ব তো ছিলই, নতুন করে কাজ হারিয়েছেন আরও ২৫ লক্ষ শ্রমিক। বেতন কমেছে আরও বেশি সংখ্যকের।
নিউমার্কেট, হাতীবাগান, গড়িয়াহাটে আজ এক অচেনা ছবি! নতুন জামার আবদার আছে, চাহিদা আছে কিন্তু ক্ষমতা নেই যে সব প্রান্তিক পরিবারের তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা, সাধ্যমত কিন্তু আন্তরিকতার সঙ্গে। অস্থায়ী অফিস ঘর বাংলা সংস্কৃতি মেলার অফিস।
কলকাতা নাগরিক সম্মেলন ৪৯ ওয়ার্ড কমিটি ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হল।উপস্থিত ছিলেন সম্পাদক শ্রী সুব্রত ঘোষ, শ্রী জয়দেব ধর, শ্রী তুষার ঘোষ, শ্রী উত্তম সাঁতরা, শ্রী ইন্দ্রজীৎ মল্লিক, শ্রী সুব্রত পাল ও অন্যান্য সদস্যরা এবং ওয়ার্ডের নাগরিকবৃন্দ।
সিটু, এসএফআই, ডিওয়াইএফআই, এইডওয়া, পিবিইউএস এর জোড়াসাঁকো ১ আঞ্চলিক কমিটির আহ্বানে সর্বভারতীয় প্রতিবাদ দিবসে পথসভা অনুষ্ঠিত হল কেশব চন্দ্র সেন স্ট্রীটে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলা কাশীপুর-টালা-চীৎপুর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চীৎপুর বাজার এলাকায় মাস্ক এবং করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। ক্রেতা-বিক্রেতা ও পথচলতি মানুষ আগ্ৰহের সঙ্গে নিজেদের মতামত শেয়ার করেন এবং বিভিন্ন প্রশ্ন করেন বিজ্ঞান কর্মীদের কাছে।
‘রান্নাঘরে বিজ্ঞান’ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতা জেলার জনপ্রিয় কর্মসূচি। কোভিড মোকাবিলায় খাদ্যের গুণাগুণ রক্ষা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ‘খাদ্য পুষ্টি ও ইমিউনিটি’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হল রান্নাঘরে বিজ্ঞান কর্মীদের মান উন্নয়নে। রাজ্য অফিসে অনুষ্ঠিত হয় শিবিরটি। উপস্থিত ছিলেন ডঃ ফুয়াদ হালিম, পুষ্টিবিশারদ ডঃ মায়া মিত্র, কাউন্সেলর ডঃ চৈতালী চৌধুরী, রাজ্যের সাধারণ সম্পাদক প্রদীপ। মহাপাত্র, সহসভাপতি তপন সাহা। জেলা সম্পাদক শেখ সোলেমান সুচারুভাবে প্রশিক্ষণ শিবিরটি পরিচালনা করেন।
অমরেশ ঠাকুরতা জানান:- জনস্বাস্থ্য কমিটি ও কলকাতা নাগরিক সম্মেলন আজ আবার এলাকা দূষণমুক্ত করার কাজে পথে নামলো। চেতলা রোড অঞ্চলে ১৬ নং মন্ডল টেম্পল এলাকায় যৌথ উদ্যোগে বাসিন্দাদের সহায়তায় স্যানিটাইজ করা হল।
সিপিআই(এম) রাসবিহারী ২ এরিয়া কমিটির অন্তর্গত ৮৯ নং ওয়ার্ডের টালিগঞ্জ আদর্শ বিদ্যাপীঠে বস্তি উন্নয়ন সমিতি, সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে করোনা মোকাবিলা ও সমাজ সচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডঃ ফুয়াদ হালিম, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতা জেলার সম্পাদক শেখ সোলেমান এবং ডঃ সলিল চৌধুরী।
জয়শ্রী দেবনন্দী জানিয়েছেন:- সিপিআই(এম) এন্টালী এরিয়া কমিটি শ্লোগান শেখার ও পোস্টার মেকিং কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় মহিলাদের উপস্থিতি লক্ষণীয়।
দেবী দাস জানান:- সিপিআই(এম) বেহালা পশ্চিম ১ এরিয়া কমিটির অন্তর্গত সিটু, এইডওয়া ও ডিওয়াইএফআই আঞ্চলিক কমিটিগুলি কেন্দ্র এবং রাজ্যের কাছে ১৬ দফা দাবীসহ অন্যান্য আঞ্চলিক দাবিতে বিক্ষোভ সমাবেশে সামিল হল।
আফতাব উদ্দিন আহমেদ এর রিপোর্ট:- দেখতে দেখতে আজ যাদবপুরের রান্নাঘরের ১৫৮ তম দিন। আজ দিন টি ছিল কমরেড শ্যামল চক্রবর্তী স্মরণে। উপস্থিত থেকে অনেক সময় দিয়ে উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক দের উৎসাহিত করলেন ঊষষী চক্রবর্তী, ও তার পিসতুতো দাদা বৌদি। আজকের সব দায়িত্ব্ব তারাই বহন করলেন।
আজ মেনুতে ছিল মাছের মাথা দিয়ে সব্জি, কাৎলা মাছের ঝোল আর মিস্টি।৬০০ প্যাকেট শেষ হয়ে যাওয়ার পর আবার স্বেচ্ছাসেবক রা ভাত চাপালেন। লক্ষ্য একজন ও অভুক্ত মানুষ যেন ফিরে না যান।ছবিতে দেখছেন ঊষসী চক্রবর্তী ও তার পিসতুতো দাদা বৌদিকে।
আপনারাও আসতে পারেন। সাহায্য সহযোগিতার হাত বাড়াতেই পারেন। যত দিন যাচ্ছে চাহিদা বাড়ছে! যে কাজ সরকারের করার কথা সেই কাজ এনারা করে দেখিয়ে দিচ্ছেন দরকারে কি ভাবে মানুষের পাশে থাকতে হয়।
সংবাদদাতা-কাকলি মৈত্র জানাচ্ছেন:- মহম্মদ রশিদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত হল কোভিড অ্যান্টিবডি টেস্ট কর্মসূচি সামান্য মূল্যের বিনিময়ে। উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, গণ আন্দোলনের নেতৃত্ব পলাশ দাস, গার্গী চ্যাটার্জী, অসিত মুখার্জি, অধীর চ্যাটার্জী, অরূপরতন দাশগুপ্ত প্রমুখ। বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌম্য চ্যাটার্জী, কুন্তল মন্ডল, লক্ষীনারায়ণ সামন্ত ও শুভ্রসমুজ্জ্বল বসু সুচারুভাবে কর্মসূচি সফল করে তোলেন। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৭৭ জন অ্যান্টিবডি টেস্ট করান। বিজ্ঞানই শেষ কথা বলে আজকের কর্মসূচি তা আবারও প্রমাণিত হল।