জেলা

কলকাতার কড়চা—-



দেবী দাস: চিন্তন নিউজ:৬ই সেপ্টেম্বর,২০২০:- —- বেহাল স্বাস্থ্যব্যবস্থা—-রুগীরা এখন ফুটবলের মত! ছবিতে দেখছেন রুগী নাম শুক্লা দাস, বাড়ি বেহালায়। বাম পায়ের বুড়ো আঙুল ভেঙে গেছে। প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে গেলেন। একটু নাড়াচাড়া করে শট মেরে বালানন্দ হাসপাতাল, সেখান থেকে লম্বা সট একে বারে পি জি! এখন এক্স রে ঘরের সামনে দাঁড়িয়ে লম্বা লাইন! রুগী কিন্তু যন্ত্রণায় ছটফট করছে! জানি না কি হবে।শনিবারের ঘটনা, পরের দিন রবিবার, সোমবার লকডাউন। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল!

কোভিড১৯ লকডাউন প্রায় চার মাস অতিক্রান্ত, এই অবস্থায় রুজি রোজগারে নেই কোনো স্থিতিশীলতা। মানুষ অসহায় অবস্থায়!এদের পাশে এসে দাঁড়ায় ডি ওয়াই এফ আই সহ অন্যান্য বামপন্থী গণসংগঠনগুলো। সম্মিলিত প্রচেষ্টায় ত্রান সামগ্রী সবজি বাজার কমিউনিটি কিচেন শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচী ১১৬/১১৭/১২০/১২১ নং ওয়ার্ডে এর আগেও নেওয়া হয়েছে। আজ শিক্ষক দিবসে গণসংগঠনগুলোর পূর্ব(২) আঞ্চলিক কমিটির উদ্যোগে বেহালা ১১৬ নং ওয়ার্ডে প্রান্তিক ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী ও মাস্ক বিচরণ করা হলো।

সংবাদদাতা—-সাথী ভট্টাচার্য জানাচ্ছেন:- এসএফআই, ডিওয়াইএফআই, সিটু, গণতান্ত্রিক মহিলা সমিতি কাশীপুর-টালা- চীৎপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে দ্বিতীয়বার ৩৫০ জন শিশুর হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় শিক্ষা সামগ্ৰী। উপস্থিত ছিলেন কনীনিকা ঘোষ, সুখরঞ্জন দে, শিবেন্দু ঘোষ, ধ্রুবজ্যোতি চক্রবর্তী প্রমুখ।

২০১৮ সালের ৫ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ‘শ্রমিক-কৃষক সংঘর্ষ র‍্যালির’ দ্বিতীয় বর্ষপূর্তিতে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সিটু-এসএফআই-ডিওয়াইএফআই-পিবিএসইউ-এইডওয়া কাশীপুর বেলগাছিয়া ১ আঞ্চলিক কমিটিগুলোর আহ্বানে চীৎপুর রিজেন্ট সিনেমার সামনে ‘শ্রমিক-কৃষক সংঘর্ষ দিবস’ পালন, কেন্দ্র ও রাজ্যের কাছে ১৬ দফা দাবীসহ রাজ্য এবং আঞ্চলিক দাবীদাওয়ার ভিত্তিতে এক সভার আয়োজন করা হয়।

সংবাদদাতা—-শুভময় চৌধুরীর রিপোর্ট:- কেন্দ্রীয়ভাবে ১২ দফা দাবিতে ২০১৮সালে এইদিনে সিটু, সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন যৌথভাবে পার্লামেন্ট অভিযানে ঐতিহাসিক জমায়েত হয়েছিল। ও সমাবেশ শাসকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল। কেন্দ্রীয় সরকার শ্রম আইন সংশোধনের নামে শ্রমিকদের অধিকার কেড়ে নেবার উদ্যোগ নিতে আর সাহস পাই নি। কিন্তু বর্তমানে কোরোনা আবহের সুযোগ নিয়ে দেশের সম্পদ লুঠ ও শ্রমজীবী মানুষদের অধিকার ও গণতন্ত্রের উপর আক্রমণের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন।সিটুর জেলার পক্ষে অচ্যুত চক্রবর্তী, ডব্লিউ বিএমএসআরইউ পক্ষে অনু চৌধুরী, ডিওয়াইএফ আই জেলা সদস্য অভিষেক বসু, মহিলা সমিতির পক্ষে স্বর্ণালি মুখার্জি, বস্তী সংগঠনের অমিতাভ বসু বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন স্থানীয় শ্রমিক নেতা কুমারেশ ব্যানার্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।