চিন্তন নিউজ:৩০শে আগস্ট,২০২০:-সংবাদদাতা কাকলি চ্যাটার্জী:- সিপিআই(এম) বেলেঘাটা ১ এরিয়া কমিটির আহ্বানে জোড়ামন্দির এলাকায় দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মনিরপেক্ষতা রক্ষা, শ্রম আইন সংশোধনের বিরোধিতা সহ ১৬ দফা দাবির ভিত্তিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তিমির রায়চৌধুরী। শ্যামল চক্রবর্তী ও রণেন্দ্রনাথ সোমের স্মৃতিচারণা ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। রূপা বাগচী, মানব মুখার্জি, কল্লোল মজুমদার, সায়নদীপ মিত্র, রাজীব বিশ্বাস, মৃণাল রায়চৌধুরী বক্তব্য রাখেন এবং প্রয়াত কমরেডদের পার্টিতে অবদানের কথা আলোচনা করেন।—-
আফতাবউদ্দিন আহমেদ-:- ছবিতে দেখছেন দুজন রিক্সা চালক দুপুরের খাবার খাচ্ছেন। হ্যাঁ ঠিকই দেখেছেন। এনারা যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন এর খাবার মাত্র ২০ টাকার বিনিময়ে পেয়েছেন। যেখানে পাইস হোটেল গুলিতে ৫০/৬০ টাকার কমে পাওয়াই যায় না! লক ডাউনের শুরুতে বিভিন্ন এলাকায় এনারাই বিনামূল্যে প্রায় প্রতিদিন ১২০০ মানুষের কাছে পৌছে দিয়েছেন রান্না করা খাবার। এখন এলাকার স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের কথাতে স্বল্প মূল্যে প্রতিদিন খাবার দেয়া হচ্ছে। বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাহায্য ও সহযোগিতায় এই ক্যান্টিন চলছে। প্রতিদিন ক্যান্টিনের সামনে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অভুক্ত মানুষের মুখে সামান্য আহার তুলে দেয়ার প্রয়াস চলুক। যে কাজ সরকারের করার কথা সে কাজ বাম ছাত্র যুবরা করে দেখিয়ে দিল সদিচ্ছা থাকলে যে কোন কঠিন কাজ কি ভাবে সম্পন্ন করা যায়।
সংবাদদাতা—কাকলি মৈত্র:- ভারতের ছাত্র ফেডারেশন কলেজ স্ট্রীট-রাজাবাজার আঞ্চলিক কমিটি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর-মধ্য আঞ্চলিক কমিটির উদ্যোগে ৪০ নং ওয়ার্ডে স্যানিটাইজেশনের কাজ করা হল। নিকটেই বোরো নং৫ এর কার্যালয়। কিন্তু ঘুম ভাঙেনি প্রশাসনের, কোনো উদ্যোগ নেওয়া হয়নি আজ পর্যন্ত। এলাকার লড়াকু বাম ছাত্র-যুবরাই দায়িত্ব পালনে এগিয়ে আসে এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতায়।

সমস্তরকম কুসংস্কারের ঊর্ধ্বে উঠে বিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত। কোভিড মোকাবিলায় বারবার প্রমাণিত হয়েছে অপবিজ্ঞান নয়, বিজ্ঞানই পারে মানুষকে সুস্থ চিন্তা, সুস্থ স্বাস্থ্যের স্বপ্ন পূরণ করতে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলা কমিটির উদ্যোগে উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায়, ছাতুবাবুর বাজারে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট বিলি করা হয়। এছাড়াও করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার করা হয়।
সংবাদ দিয়েছেন দেবী দাস:- সরকার যখন আইসোলেশনে বামপন্থীরাই তখন মানুষের প্রয়োজনে। সিপিআই(এম) বেহালা পূর্ব ৩ এরিয়া কমিটির উদ্যোগে ১১৫ নং ওয়ার্ডে ব্যানার্জী পাড়া শাখার কর্মীরা এলাকায় প্রত্যেক বাড়িতে গিয়ে স্যানিটাইজ করে এলেন।
সংবাদদাতা—– অমরেশ ঠাকুরতা:- ধারাবাহিকভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পথে আছে জনস্বাস্থ্য কমিটি ও কলকাতা নাগরিক সম্মেলন। আজ ৮১ নং ওয়ার্ডের নিউআলিপুর মার্কেট, দুর্গাপুর কলোনী অঞ্চল, রেলওয়ে সাইডিং সংলগ্ন এলাকায় স্যানিটাইজ করা হল।
সংবাদদাতা—- সুদীপ্ত :- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতা জেলার ৮৯ নং বিজ্ঞান সভার পক্ষ থেকে কে পি রায় অঞ্চলে প্রান্তিক মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং করোনার সময় কী কী করণীয়, ইমিউনিটি কীভাবে বাড়ে তার প্রচারপত্র ও অক্সিমিটারের সাহায্যে অক্সিজেন লেভেল পরীক্ষা করা হল। অঞ্চলের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেন।
সংবাদদাতা—–মুস্তাকিম আহমেদ খান:-সিপিআই (এম) রাজারহাট শহর এরিয়া ৩ এর উদ্যোগে এ্যান্টি বডি টেস্টের জন্য এক শিবিরের আয়োজন করা হয়।
