মহম্মদ হাসিব: চিন্তন নিউজ:২৬শে আগস্ট:- –কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ফলপ্রকাশের দাবিতে পথে এস এফ আই। এস এফ আই কলকাতা জেলা কমিটির ডাকে আজ কলেজ স্ট্রিট চত্বরে মিছিল, বিক্ষোভ এবং বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় । রাজ্যের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ই স্নাতক স্তরের অন্তিম বর্ষের ছাত্রছাত্রীদের ফল প্রকাশ করে দিয়েছে। একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করেনি। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের এখনো ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অতিমারি পরিস্থিতিতেও পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনার কথা কানাঘুষো শোনা যাচ্ছে। আবার দেশের একাধিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতকোত্তর স্তরের ভর্তির পরীক্ষা গুলোও শুরু হয়ে গেছে। এই অবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্নাতকোত্তরে ভর্তির বিষয়ে দিশেহারা।
এই ছাত্রছাত্রীদের ভবিষ্যত এরকম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এস এফ আই। অবিলম্বে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ফলপ্রকাশের দাবীকে সামনে রেখে আজ রাস্তায় নামে তারা । প্রথমে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের সামনে পথ অবরোধ করে । তারপর সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। উপস্থিত ছিলেন এস এফ আই কলকাতা জেলার সভাপতি অর্জুন রায়, সম্পাদক সমন্বয় রাহা। সভায় অর্জুন বলেন, “বাংলার একটা বৃহৎ অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি অবিলম্বে ফল প্রকাশ না করেন, তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবে এস এফ আই।”
সংবাদদাতা– কাকলি চ্যাটার্জীর রিপোর্ট:- আয়করের আওতার বাইরের সব পরিবারকে মাসে ন্যূনতম ৭,৫০০ টাকা অন্ততঃ ৬ মাস দিতে হবে। সবাইকে অন্ততঃ ১০ কেজি খাদ্যশস্য বিনামূল্যে ৬ মাস দিতে হবে।
জিডিপি র ন্যূনতম ৩% জনস্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। শ্রম আইন সংশোধন করা যাবে না, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বিলগ্নিকরণের বিরোধিতাসহ ১৬ দফা দাবীতে ২০-২৬ আগস্ট’২০ সিপিআই(এম) এর ডাকে দেশজোড়া প্রতিবাদ সপ্তাহের প্রচারের সমর্থনে সিপিআই(এম) চৌরঙ্গী-২ এরিয়া কমিটির উদ্যোগে আজ বিক্ষোভ কর্মসূচী শিয়ালদহ ফ্লাই ওভারের নীচে। শেষে এক সংক্ষিপ্ত মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

কলকাতা পৌরসভার ৫ নং বোরো অফিসে ডেপুটেশন—- দাবীসমূহ—(১) হকারভাইদের ‘সার্টিফিকেট অফ ভেন্ডিং’ দিতে হবে।
(২) সার্টিফিকেট হোল্ডারদের নামের তালিকা বোরো অফিস ও কেন্দ্রীয় কার্যালয়ে প্রকাশ্যে ওয়াল আপ করতে হবে। (৩) কেন্দ্রের হকার আইন ২০১৪ অনুযায়ী টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে।

সংবাদদাতা- অমরেশ ঠাকুরতা:- জনস্বাস্থ্য কমিটি ও কলকাতা নাগরিক সম্মেলনের যৌথ উদ্যোগে আজ জলধর মাঠ শাখার বাগানবাড়ি অঞ্চলে স্যানিটাইজেশনের কাজ করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কাজটি। করোনা মোকাবিলায় এলাকা স্যানিটাইজ করা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে প্রশাসনের গাফিলতির কথা উঠে আসে আলাপচারিতায়।

সংবাদদাতা—তীর্থ ভট্টাচার্য এর রিপোর্ট- সি পি আই ( এম) এরিয়া (১) নং কমিটি বালিগঞ্জ ৬০ নং ওয়ার্ড ও যুবদের উদ্যোগে সফল মাধ্যমিক কৃত ছাত্র ছাত্রীদের সন্মান পত্র ও কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন কলকাতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কৌস্তুভ চট্টোপাধ্যায়।

যাদবপুর শ্রমজীবী ক্যানটিন আজ ১৪৭ দিন ।লকডাউন প্রায় চার মাস অতিক্রান্ত এই অবস্থায় রুজি রোজগার বন্ধ হয়ে যায় এবং শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যায়।এই শ্রমজীবী ক্যানটিন খাবার তৈরি করে বিনামূল্যে খাবার দেওয়া হয়। এখন অনেক শ্রমিক কিছু কাজ করছে তাদের অনুরোধে কুড়ি টাকা করে পেটভরে খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও কিছু মানুষদের বিনামূল্যে খাবার দেওয়া হয়।উপস্থিত ছিলেন ড: সুজন চক্রবর্তী।
