মহম্মদ হাসিব—-বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটে চলা নৈরাজ্য এবং উপাচার্যের রবীন্দ্রনাথকে ‘বহিরাগত’ বলার ঘটনার নিন্দে জানিয়ে রাস্তায় বিক্ষোভে এস এফ আই। এস এফ আই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শ্রীমানি বাজার চত্বরে বিক্ষোভ এবং বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভা আয়োজিত হয়।
মেলার মাঠের পাঁচিল তোলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের তৈরী করা অশান্তির জেরে বিশ্বভারতীর পরিবেশ বিঘ্নিত হয়েছে। রবীন্দ্রনাথের তৈরী করা এই শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্রনাথকেই বহিরাগত বলে মন্তব্য করেন উপাচার্য। এস এফ আই অভিযোগ তুলেছে, নতুন উপাচার্য আসার পর থেকেই একের পর এক কান্ডজ্ঞানহীন এবং শিক্ষা স্বার্থ বিরোধী পদক্ষেপ নিয়ে চলেছেন। এই উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছে এস এফ আই। একই সাথে তারা দাবি করেছে উপাচার্যকে ক্ষমা চাইতে হবে এবং বিশ্বভারতীর শিক্ষার চিরাচরিত পরিবেশ ফিরিয়ে এনে ভর্তি প্রক্রিয়া নির্বিঘ্নে এবং সুষ্ঠভাবে চালাতে হবে।
এই দাবী গুলো সামনে রেখেই বিক্ষোভ দেখায় এস এফ আই। উপস্থিত ছিলেন এস এফ এই কলকাতা জেলার সভাপতি এবং রাজ্যের সম্পাদকমণ্ডলীর সদস্য অর্জুন রায়, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাঞ্জন দে এবং অনন্যা বিশ্বাস। সভায় অর্জুন বলেন, ” বিশ্বভারতীর পরিবেশ নষ্ট করা আসলে বিজেপি আর এস এসের পরিকল্পিত প্রচেষ্টা। ২০১৪ এর পর থেকেই মুক্ত চিন্তার কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এবং সেই অ্যাজেন্ডার অংশ হিসাবেই ওরা রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু বাংলার তথা এই দেশের ছাত্র সমাজ ওদের এই পরিকল্পনার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে। “
সংবাদদাতা—–কাকলি চ্যাটার্জীর রিপোর্ট।সিআইটিইউ কলকাতা জেলা কমিটির আহ্বানে ৫৫ সূর্য সেন স্ট্রীটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্তমান সময়ে ব্লাডব্যাঙ্কগুলোর রক্তের ঘাটতি পূরণ করতে রাজ্যের সর্বত্র বামপন্থী দল ও গণসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। আজকের শিবিরের উদ্বোধন করেন সিটুর কলকাতা জেলার সভাপতি খোকন মজুমদার। উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয় কমিটিগুলোর নেতা কর্মীরা।
কেন্দ্রীয় সরকারের কাছে ষোলো দফা দাবি নিয়ে সি পি আই(এম) এর ডাকে ২০-২৬ আগস্ট দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অঙ্গ হিসেবে চৌরঙ্গী ২ এরিয়া কমিটির আহ্বানে বৌবাজারে প্রতিবাদে শামিল দলীয় কর্মী-সমর্থকরা।
সংবাদদাতা—-কাকলি মৈত্র জানিয়েছেন, কলকাতা পৌরসভার ১ নং বোরো অফিসে আজ ডেপুটেশন দেওয়া হল কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়ন কাশিপুর-টালা-চীৎপুর ইউনিটের উদ্যোগে। করোনা মহামারীর কারণে কেন্দ্রের হকারভাইদের জন্য ঋণের বাধ্যতামূলক সার্টিফিকেট অফ ভেন্ডিং কলকা তা পৌর সংস্থার পক্ষ থেকে দেওয়ার দাবীসহ অন্যান্য দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ উপাচার্যের নির্দেশে, অবিলম্বে পঠনপাঠন শুরু করতে হবে এবং রবীন্দ্রনাথের হাতে গড়া শান্তিনিকেতনে তাঁকেই বহিরাগত আখ্যা দেওয়ার প্রতিবাদে আজ এস এফ আই কলেজস্ট্রীট-রাজাবাজার ও শিয়ালদহ-বহু বাজার আঞ্চলিক কমিটির প্রতিবাদ সভা।
সুব্রত চক্রবর্তীর রিপোর্ট আজ সমগ্র মানুষের জন্যে সি পি আই (এম) পূর্ব (২) এরিয়া কমিটি বেহালা ১২১ নং ওয়ার্ড। ২ নং শাখা পার্টি অফিসের সামনে নতূন করে গণশক্তির বোর্ড বসানো হলো। এই ওয়ার্ডে আর একটি জনশক্তির বোর্ড ( মুচিপাড়া) আছে।খেটে খাওয়া শ্রমিক, কৃষকদের ও মানুষদের জীবন যাপন লেখে অন্যায়ের বিরুদ্ধে এই বোড জনগনের জন্য।আজ মানুষের মধ্যে হাসি মুখ ও উন্মাদনা ছিল।লড়াই জারি থাক।