জেলা

কলকাতা..নিউজ..


চিন্তন নিউজ…কাকলি চ্যাটার্জি ০১/০)১০/২০২৩:- …. প্রয়াত সত্য ব্যানার্জীর স্মরণে সিপিআই (এম) কাশীপুর -বেলগাছিয়া ২ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান কর্মসূচী। জননেতা জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জন্য এবং এরিয়া কমিটিকে অর্থ দান করেন প্রয়াত পার্টি সদস্য মঞ্জুলিকা ঘোষ ও অজিত ঘোষের পুত্র। পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা নেত্রী কনীনিকা ঘোষ, গণতান্ত্রিক আন্দোলনের জেলা নেতৃত্ব প্রতীপ দাশগুপ্ত, বাবিন ব্যানার্জী, গৌরব মজুমদার, রামপ্রসাদ রায় এবং এলাকার কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন।

সিপিআই (এম) মাণিকতলা ১ এরিয়া কমিটির আহ্বানে তেলেঙ্গাবাগান অঞ্চলে ৫ ই অক্টোবর সিবিআই দপ্তর অভিযান সফল করার আহ্বান জানিয়ে এবং স্মার্ট মিটার এর নামে সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনার প্রতিবাদে এক পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন তাপস চ্যাটার্জী, নিখিল মাইতি প্রমুখ।

বেহালা পূর্ব ১ এরিয়া কমিটির উদ্যোগে দানবীয় বিদ্যুৎ প্রিপেড মিটারের বিরোধিতা , রাজ্য জুড়ে দুর্নীতির প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে, CGO কমপ্লেক্স অভিযানকে কেন্দ্র করে , আগামী ৩ রা অক্টোবর , পোড়া অশ্বত্থতলার পথসভার সমর্থনে , ১৪২, ১৪৩, ১৪৪ ও ১২৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে অটো প্রচার করা হয়।

আগামী ৫ই অক্টোবর ২০২৩, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান কে কেন্দ্র করে অঞ্চলে প্রচার সভা ও অটো প্রচার। উদ্যোক্তা CPI(M) চৌরঙ্গী-২ এরিয়া কমিটি।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।