জেলা

আজ ৩১ শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন কলকাতায়


চিন্তন নিউজ:৩১/০৮/২০২২:– অনুপ পাত্র—সিপিআইএম (C.P.I.(M)) বেহালা পূর্ব ১ এরিয়া কমিটির অন্তর্গত জোকা-১ শাখার পক্ষ থেকে ১৯৫৯ সালের ৩১ শে আগস্ট খাদ্য আন্দোলনের অমর শহীদ দিবস পালন। লাল পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এর মধ্যে দিয়ে পালন করা হয় ।

বাসন্তী দাস– ১৯৫৯সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলন ও গণ আন্দোলনের শহীদ দিবসে , বেলেঘাটা এরিয়া ১এর উদ্যোগে পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান-পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় । পতাকা উত্তোলন করেন ঐতিহাসিক খাদ্য আন্দোলনে অংশগ্রহণকারী শ্রদ্ধেয় কমরেড হীরক ব্যানার্জী ।ঐতিহাসিক খাদ্য আন্দোলন ও এই মুহূর্তে বর্তমান সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য রাখেন কলকাতা জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মৃনাল রায় চৌধুরী ।

নিখিল মাইতি– ১৯৫৯ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলন ও গণআন্দোলনের শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি। সিপিআই(এম) জোড়াসাঁকো ১ এরিয়া কমিটির এরিয়া দপ্তর এবং ৩৭ নং ওয়ার্ড অফিসে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।