রাজ্য

নাওপালা ও ওড়ফুলির চরে গজিয়ে ওঠা হোটেলের প্রভাবে ক্ষতির মুখে কোলাঘাট


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২২শে সেপ্টেম্বর:– বর্ষা বিদায় নিয়েছে কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টির কমতি নেই। তার ফলে সব নদনদী জলে ভরভরন্ত। রূপনারায়ন নদও এর বাইরে নয়। ভরা নদী,স্রোতের দাপটে ছাপিয়ে উপচে পড়ছে জল। এই নদে একপাড়ে কোলাঘাট আর অন্যপাড়ে হাওড়ার নাওপালা ও ওড়ফুলির চর। নিয়মের তোয়াক্কা না করে ওই চড়ে গড়ে উঠছে একের পর এক হোটেল ,রিসর্ট। যাতে হোটেল গুলোর ক্ষতি না হয় তার জন্য সম্পূর্ণ বেআইনি ভাবে নদীর পাড় ধরে কংক্রিটের গার্ড ওয়াল দিচ্ছে হোটেল মালিকরা। আর এর ফলে চুড়ান্ত ক্ষতির মুখে পড়ছে কোলাঘাট। রূপনারায়ন এর উদ্দাম জলস্রোত আছড়ে পড়ছে কোলাঘাটে। কোলাঘাট এ এমনিতেই ভাঙন এর কবলে আর এই অবিরাম জলস্রোত এর দাপটে আশঙ্কা এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা রূপনারায়নের গর্ভে তলিয়ে যাবে। জনগনের ক্ষোভের আঁচ ইতিমধ্যেই পড়তে শুরু করেছে কিন্তু রাজ্যসরকার অদ্ভুত ভাবে নিশ্চুপ। রাজ্যের সেচ দপ্তরকে জানিয়েও কোন লাভ হয়নি।

রূপনারায়নের বুকে নাওপালা ও ওড়ফুলির চর বহুবছর ধরেই পিকনিক স্পট হিসাবে পরিচিত।সবুজে ঘেরা ওড়ফুলির চর। হঠাৎ কয়েকবছর আগে গাছপালা কেটে বলতে গেলে রাতারাতি তৈরী হয় এক বিলাসবহুল হোটেল এবং এর দেখাদেখি পর পর দু- তিনটে হোটেল তৈরী হয়। এখন সেখানে প্রায় তিনবিঘা জমিতে তৈরী হচ্ছে এক প্রাসাদোপম বিলাসবহুল হোটেল। নাওপালাতেও হোটেল ব্যবসায়ীরা হোটেল বানাতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নদের ঢেউ কংক্রিটের গার্ড ওয়াল দিয়ে আটকে একেবারে নদের পাড় ঘেঁষে হোটেল গুলো বানানো হচ্ছে। এর ফলে ভাঙ্গন শুরু হয়েছে কোলাঘাটের পীরতলা , স্কুল মোড় ও দেদান এলাকায়। এক্ষুনি হোটেল নির্মান কাজ বন্ধ না হলে কোলাঘাটের চরম ক্ষতি হয়ে যাবে এমন আশঙ্কায় রয়েছেন স্থানীয় লোকজন। নিয়মানুযায়ী রায়ত জায়গা হলেও নদনদীর জলস্তরের একশো মিটারের মধ্যে কোন স্থায়ী নির্মান করা যায়না। বন্যা,ভাঙ্গন ,খরা প্রতিরোধ কমিটি বারবার সেচ মন্ত্রী ও দপ্তরকে বিপদের আশঙ্কা জানিয়ে চিঠি দিয়েছে কিন্তু অবস্থার কোন পরিবর্তন ঘটে নি।

রাজ্যসরকারের মদতেই এই কাজ হচ্ছে এতে কারুর কোন সন্দেহ নেই। হোটেল ব্যবসা রীতিমতো লাভজনক ব্যবসা তাই এ ব্যাপারে কোন নেতামন্ত্রী বাঁধা দেন না। বন্যা,ভাঙ্গন ও খরা প্রতিরোধ সংগঠনের সম্পাদক নারায়ন চন্দ্র নায়েক জানিয়েছেন যে অবিলম্বে হোটেল নির্মাণকাজ বন্ধ না হলে কোলাঘাটের ক্ষতি কেউ আটকাতে পারবে না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।