চিন্তন নিউজ-২৮ শে সেপ্টেম্বর-গৌতম প্রামাণিক—আমাদের বুকের আগুন শহীদ ভগৎ সিং! যে আগুনের রং ছিল লাল। ভারতের মাটিতে যার কন্ঠ থেকে প্রথম আওয়াজ বেরিয়েছিল “ইনকিলাব জিন্দাবাদ”– “সংগ্ৰাম দীর্ঘজীবী হোক” !!
একজন প্রকৃত কমিউনিস্ট জীবন ছিল শ্রদ্ধেয় ভগৎ সিং-এর। যদিও সেই সময়ে এই দেশে মার্ক্সীয় সাহিত্যের প্রবেশ হয়নি! তবে ভগৎ সিং-র রাজনৈতিক চেতনা ও আদর্শ ছিল অবিচল বাস্তববাদী। সেই সমাজ ব্যাবস্থার মধ্যে মাথা উঁচু করে বুক চিতিয়ে ঘোষণা করেছিলেন “আমি নাস্তিক”!! ওনার লেখা শ্রেষ্ঠ বই “আমি কেনো নাস্তিক” রাজনীতি মানে দেশকে ভালবাসা, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক ভাবে দেশকে স্বনির্ভর করে তোলা, শিক্ষা ও স্বাস্থ্য গড়ে উঠবে নিজের মতো করে।
রাজনীতির পবিত্রতার অন্যতম প্রথম পদক্ষেপ হলো নিজেকে শুধুমাত্র মানুষ হিসেবে গঠন করা, এবং জাত, ধর্ম হিসেবে নিজেকে নিরপেক্ষ ও স্বচ্ছ আর আন্তর্জাতিকতাবাদী হওয়া।বর্তমান এই অস্থির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে যুব সমাজের কাছে শ্রদ্ধেয় ভগৎ সিং একজন অনন্য আদর্শ! আজ শহীদ ভগৎ সিং-র ১১৪তম জন্মদিনে শ্রদ্ধা ঞ্জাপন করা হলো–কলকাতার মিন্টো পার্কে ভগৎ সিং উদ্যানে ওনার প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব বিমান বসু, সূর্যকান্ত মিশ্র,মহম্মদ সেলিম
ও ছাত্র-যুব আন্দোলনের নেতৃত্ব।
সংবাদ দিয়েছেন অচ্যুত চক্রবর্তী:-কাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলা কমিটির উদ্যোগে বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চের বিপরীতে প্রান্তিক মানুষদের হাতে বিনামূল্যে মাস্ক, সানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র , রাজ্য নেতৃত্ব উৎপল দত্ত, তপন সাহা , কলকাতা জেলা সম্পাদক শেখ সোলেমান, কলকাতা জেলা র সহ সম্পাদক সঞ্জয় ঘোষ ও সুরজিৎ সাহা ।
সংবাদদাতা-কাকলি মৈত্র:- দরকারে আর জনগণের প্রতি দায়বদ্ধতায় এগিয়ে বামপন্থীরাই, আজ আবারও প্রমাণ করলেন সিপিআই(এম) বাঁশদ্রোণী বি ২৭ শাখার কর্মী ছায়া পালিত। তিনি তাঁর সম্পত্তি দান করলেন জনগণের সেবায়। পিপলস রিলিফ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ফুয়াদ হালিমের হাতে তুলে দিলেন সম্পত্তি, তাঁর স্বামী বিমল পালিতের স্মৃতি রক্ষায়। মানবতার এ এক অনন্য নজির!
।
সংবাদদাতা—-মানস ভট্টাচার্য:-জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে সারা ভারত জুড়ে আগামী ৩০-০৮-২০২০ কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে ২ ঘন্টার কর্মবিরতি। কলেজ বিশ্ব বিদ্যালয় যুক্ত সংগ্রাম কমিটির ডাকে আমাদের রাজ্যেও কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্ৰাম পরিষদের সঙ্গে যৌথভাবে এই দাবির সমর্থনে কলকাতা জেলার কর্মীবৃন্দ আজ এক মিছিলে অংশগ্রহণ করে এবং আগামী ৩০-০৯-২০ দুপুর ১-৩ টা পর্যন্ত অবস্থান কমসুচি তে অংশগ্রহণ করবে।
সংবাদদাতা—–সাথী ভট্টাচার্য:-সিপিআই(এম) কাশীপুর-টালা-চীৎপুর অঞ্চলের সিটু, ডিওয়াইএফআই, এইডওয়া, এসএফআই ও পিবিইউএস এর আঞ্চলিক কমিটির যৌথ আহ্বানে কলকাতার ৫ নং ওয়ার্ডে বেলগাছিয়ায় অনৈতিক কালা বিল কৃষক স্বার্থ বিরোধী কৃষিবিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাকলি চ্যাটার্জি:- সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির ও হাওড়া জেলার সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্যা শর্মিষ্ঠা দাসকে শ্রদ্ধা জানানো হল সংগঠনের রাজ্য অফিসে।