চিন্তন নিউজ:২৮শে জুলাই:- সংবাদদাতা—- বিবি চ্যাটার্জীর রিপোর্ট- বিগত ২৩ শে জুলাই লক্ষ্মী সায়গল এর প্রয়ান দিবসে শ্রদ্ধা জানাতে সর্বত্র জনস্বাস্থ্য সচেতনতা কর্মসূচী পালনের পরিকল্পনা নেওয়া হয় | ঐদিন লকডাউন থাকায় আজ রাসবিহারী সংহতি আঞ্চলিক কমিটি রাসবিহারীর মোড়ে ১০০ জন পথচলতি মানুষের মধ্যে মাস্ক ও বাফেন ক্যাপ বিলির মধ্য দিয়ে জনসচেতনতা কর্মসূচী পালন করে | এই কর্মসূচীতে এআইডিডব্লিউএ (AIDWA) কলকাতা জেলা কমিটির সভানেত্রী সাথী শমিতা হর চৌধুরী ও সম্পাদিকা সাথী দীপু দাস ও রাজ্য কমিটির সদস্যা সাথী রীতা সেন চৌধুরী উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করেন ।

সংবাদদাতা দেবী দাস জানিয়েছেন, স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বেহালা পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে ক্যাপটেন লক্ষী সায়গলের প্রয়ান দিবস উপলক্ষে এক শিবিরের আয়োজন করা হয়। স্থান =রবীন মুখার্জি ভবন বেহালা ট্রাম ডিপো। উপস্থিত ছিলেন ডা: নিলয় মজুমদার ও মহিলা নেতৃত্ব কনীনিকা ঘোষ, দীপু দাস, শমিতা হরচৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে এলাকার হকার ভাইদের মাস্ক, স্যানিটাইজার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কলকাতা জেলা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জেলা অফিসে আজ হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হল।বালীগঞ্জ- পার্কসার্কাস বিজ্ঞান কেন্দ্রের দীর্ঘদিনের সংগঠন, বিজ্ঞান আন্দোলনের লড়াকু সেনানী মসিদুল রহমান আজ আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন।