জেলা

আজকের হুগলি জেলার সংবাদ


চিন্তন নিউজ: ৮ই আগস্ট:- হুগলি জেলার সংবাদ সংগ্রাহক আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে তৃণমূল ও বিজেপি ছেড়ে পাণ্ডুয়ার কিছু গ্রামবাসী সি পি আই(এম)এ যোগদান করেন। তারা বলেন তৃণমূল বিজেপি প্রতিবিরক্ত হয়ে সিপিআইএমে যোগদান করলেন তারা।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পাণ্ডুয়ার বিধায়ক আমজাদ হোসেন।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে হুগলি জেলার একটি সম্প্রদায় সুরের সাধক।শুধু সাধনা নয় বলা যায় এটা তাঁদের পেশাও।। লকডাউন এর আগে পর্যন্ত এনারা বিভিন্ন অনুষ্ঠানে ঢাক, ঢোল, সানাই, ব্যাগবাইপার ইত্যাদি বাজাতেন। ইটাচুনা _ খন্যান গ্রাম পঞ্চায়েতের পন্ডিত পাড়ায়১০০ বছর ধরে এই পেশায় জড়িয়ে আছেন বেশ কিছু পরিবার । কিন্তু এই করোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতি যে তাদের কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ। পেটের তাগিদে বাজনা শিল্পিরা এখন বাড়ীতে বসে ধামা,কূলো ইত্যাদি বানিয়ে বানিয়ে বাড়ী বাড়ী বিক্রি করে বেড়ায়।। এভাবেই তাঁদের জীবন জীবিকা নির্বাহ হয়।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক জানিয়েছেন যে বৃহস্পতিবার পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শিক্ষিকা দের বচসার জেরে বেশ কিছুক্ষণ এর জন্যে বন্ধ হয়ে যায়।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে এবং ভর্তি প্রক্রিয়া শুরু হয়।। স্থানীয় লোকজন জানিয়েছেন যে ওই স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলছিল এবং তার সাথে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষিকা ট্রান্সফার সার্টিফিকেটে সই করতে নারাজ ছিলেন।। এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।।পরে পুলিশ এ খবর দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।। ‌‌
হুগলি জেলার সংবাদ সংগ্রাহক জানিয়েছেন যে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন খাটাল উচ্ছেদ করা হয়েছে। এবার নোটিশ দিয়েছে রেলের পক্ষ থেকে শ্রীরামপুর মালগুদাম সংলগ্ন নিজের জমিতে বাড়ী , দোকান তুলে ফেলতে হবে।।সময় ধার্য করেছে ১১ দিন।।এই নোটিশ এ যথেষ্ট পরিমাণে শোরগোল পড়েছে।। এখন এই করোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতি যে মানুষ এর হাল এমনিতেই বেহাল বেসামাল।। রেলের এই নির্দেশ কে স্থানীয় লোকজন অমানবিক বলেছেন।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।