চিন্তন নিউজ–১৫ই অক্টোবর:- শ্রেয়া পাই–এসএফআই ও ডিওয়াইএফ(আই) বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ১৫ই অক্টোবর মদন মিত্র লেন ও কৈলাশ বোস লেনের সংযোগ স্থলে ২০২০ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং ওই সমকক্ষ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। ২৭ ও ৩৮ নং ওয়ার্ডের সকল উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মেডেল ও কিছু উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে ও আগামী দিনে এগিয়ে যাওয়ায় উদ্বুদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য, এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি অর্জুন রায়, ডিওয়াইএফ(আই) কলকাতা জেলা কমিটির সভাপতি কলতান দাশগুপ্ত, এছাড়াও এসএফআই ও ডিওয়াইএফ(আই)আঞ্চলিক কমিটির সকল কমরেড গণ। এই কঠিন পরিস্থিতির মাঝেও আজকের আনন্দমুখর সন্ধ্যায় ছাত্র ছাত্রীদের হাতে কমরেডগণ সামান্য উপহার দিতে পেরে ভীষণই আনন্দিত।
সংবাদদাতা—গৌতম প্রামাণিক:- আজ ১৫ অক্টোবর,২০, বেলা ১১ঃ৩০টার সময় পরিবহন দপ্তরে (ভবনে) ডেপুটেশান দেওয়ার জন্য সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয় —-
“কলকাতা ওলা, উবের, এপ, ক্যাপ অপারেটর এন্ড ড্রাইভার্স ইউনিয়ন”!!
সেখান থেকে তারা মিছিল করে পরিবহন ভবনের উদ্দেশ্যে যায় কিন্তু, পুলিশ প্রশাসন বেন্টিং ষ্ট্রীটে মিছিল আটকে দেয়। তবে সংগঠনের নেতৃত্ব পরিবহন সচিবের সাথে কথা বলে ডেপুটেশন জমা দেন। সংগঠন তাদের যথাযথ দাবি গুলো ডেপুটেশনের মাধ্যমে সচিবের কাছে তুলে ধরেন।
দাবিগুলো হলো —–
১) সিএফ-র লেট ফাইন এই সময়কালে নেওয়া চলবে না।
২)লকডাউনের সময় রোড ট্যাক্স সম্পুর্ন ছাড় দিতে হবে।
৩) মার্চ ২০২১ পর্যন্ত ইএমাই-র শিথিলতা ও ইন্টারেস্ট এ ছাড় দিতে হবে।
৪) ওলা ও উবের কোম্পানির কমিশন কমাতে হবে এবং ৬টাকা বুকিং চার্জ যেটা উবের তার যাত্রীদের থেকে নিচ্ছে, সেটা সংশোধন করতে হবে।
এই দাবিকে নিয়েই আজ আন্দোলন কর্মসূচি ছিল। সচিব বলেছেন প্রথম দাবি মানা সম্ভব, যতো শিঘ্রই তা সার্কুলার করা হবে।
দ্বিতীয় দাবি সম্পুর্ন মুকব করা সম্ভব নয়, মন্ত্রীর সাথে কথা বলে কিছুটা সম্ভব।
তৃতীয় ফিন্যান্স কোম্পানি গুলোর সাথে কথা বলবে এবং ইন্টারেস্ট কমানোর বিষয়টি দেখবেন।
চতুর্থ নভেম্বর মাসে ত্রিপাক্ষিক আলোচনায় বসা হবে।
যদি এই দাবি না মানা হয়, তো সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে।

সংবাদদাতা–জয়শ্রী দেবনন্দী:- লকডাউন কোভিড১৯ প্রতিহত করার মরিয়া চেষ্টা মাঝে কাশফুলও ঝকঝকে নীল আকাশ জানান দিচ্ছে শারদোৎসব আসন্ন। তাই এবিটিএ তার সীমিত ক্ষমতায় ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটাতে আজ জামা-প্যান্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেয়।

সংবাদদাতা–কাকলি চ্যাটার্জী:- হাথরসের নির্যাতিতার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং গোটা দেশসহ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘটে চলা ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের বিরুদ্ধে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ধাপা-বাইপাস আঞ্চলিক কমিটি এক প্রতিবাদ সভার আয়োজন করে। বক্তব্য রাখেন মোনালিসা সিনহা, শ্যামলিমা মিত্র, রীতা মুখার্জি।
