রাজ্য

সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে তালডাংড়ার হাড়মাসরা পঞ্চায়েতে ডেপুটেশনে জনজোয়ার।


নিল্টু ঘোষ:- চিন্তন নিউজ:-১৪ই আগস্ট:- মনরেগাতে বছরে কমপক্ষে দুইশত দিন কাজ ও প্রতিদিন তিনশত টাকা মজুরি, আয়কর দাতা ব‍্যতীত সব মানুষকে মাসে সাত হাজার পাঁচশত টাকা করে ভাতা ইত‍্যাদির দাবিতে তালডাংড়া ব্লকের হাড়মাসরা পঞ্চায়েতে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে আজ অঞ্চল প্রধানের কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচী পালিত হয়। এই কর্মসূচির শুরুতে এলাকায় একটি মিছিল সংগঠিত হয়।
ঐ মিছিলে জনপ্লাবন বাম নেতৃত্বকে আরও উৎসাহিত করে তোলে । দীর্ঘ দিন বাদে ঐ এলাকায় বামপন্থীদের বিশাল মিছিল স্থানীয় জনগণের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

প্রসঙ্গত উল্লেখযোগ‍্য ২০১১র নির্বাচনে বাম সরকারের পতনের পরে বর্তমান শাসক দল ঐ ব্লকে তীব্র সন্ত্রাস নামিয়ে আনে। ফল ঘোষণার দিনই রাত্রে তারা এলাকার জনপ্রিয় বাম নেতৃত্ব অজিতবাবুকে নৃশংসভাবে কুপিয়ে হত‍্যা করে। বহু কর্মী এলাকা ছাড়া হতে বাধ‍্য হন। বিধায়ক মনোরঞ্জন পাত্রকে দীর্ঘদিন মিথ‍্যে মামলায় গারদে বন্দী থাকতে হয়। জঙ্গল মহল এলাকায় তৃনমূলের দূর্ণীতি ও স্বজনপোষণের ফলে তৃণমূল ক্রমশ পায়ের নীচের মাটি হারাচ্ছে । সাধারণ মানুষ তাদের অধিকার বুঝে নিতে লালঝাণ্ডাকে আঁকড়ে ধরে গ্রাম বাংলার বুকে মিছিল গুলোতে সামিল হচ্ছেন। তালডাংরার প্রাক্তন বিধায়ক ও সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর অন‍্যতম সদস্য মনোরঞ্জন পাত্রর দীর্ঘ বক্তব‍্যর মধ‍্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এরই পাশাপাশি শুক্রবার কোতুলপুর ব্লকের রাধামাধবপুর পঞ্চায়েত এলাকার লাউগ্রামে বাম ছাত্র যুবদের উদ‍্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ব‍্যাপক সংখ‍্যায় ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে রক্তদান কর্মসূচীতে অংশগ্রহন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।