দেশ

এখনই আত্মপ্রকাশ করছে না কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর


মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১২ আগষ্ট: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার বিধানে সই করলেও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এখনই আত্মপ্রকাশ করছে না। আগামী ৩১শে অক্টোবর এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। সর্দার প্যাটেলের জন্মদিনে জম্মু ও কাশ্মীর নতুন ভাবে পথ চলা শুরু করবে।

এর আগে সংসদ জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করতে এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনে সায় দিয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু-কাশ্মীর অর্গানাইজেশন অ্যাক্ট ২০১৯ এ সই করেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক। সেই আইনে দু নম্বর ধারা বলে কেন্দ্র সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের কাজ শুরুর দিন ৩১শে অক্টোবর ধার্য করেছে।

সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার লোকসভায় পাস হয়ে যায় জম্মু ও কাশ্মীর অর্গানাইজেশন অ্যাক্ট। এরপর বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন। ৪০ মিনিটের ভাষণে কাশ্মীরবাসীর সমস্যা সমাধানের রূপরেখা তুলে ধরেন। একইসঙ্গে বলেন জম্মু ও কাশ্মীরকে দীর্ঘদিন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকতে হবে না। তিনি বলেন রাজ্য আরো উন্নয়ন দেখবে।

৩১ অক্টোবর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কাজ শুরু করবে। জম্মু কাশ্মীর হবে পুদুচেরির মত আর লাদাখ হবে পন্ডিচেরির মত। দুটি রাজ্যেরই আইন-শৃংখলার দায়িত্ব থাকবে কেন্দ্রের ওপর।

নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশের পর জম্মু ও কাশ্মীরে বিধানসভায় আসন সংখ্যা হবে ১০৭। পরে তা বাড়িয়ে করা হবে ১১৪। ২৪ আসন রেখে দেওয়া হবে পাক অধিকৃত কাশ্মীরের জন্য। ভঙ্গ হওয়া জম্মু কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা ছিল ৮৭। যার মধ্যে লাদাখের চারটি আসন ছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।