রাজ্য

চিটফান্ড কাণ্ডে নাম জড়ালো জলপাইগুড়ির,


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি,চিন্তন নিউজ, ১০ই নভেম্বর: চিটফান্ড কাণ্ডে এবার নাম জড়ালো জলপাইগুড়ির। জেলার ময়নাগুড়ির ব্লকের তৃনমূল নেতাকে তলব করল সিবিআই। সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব করেছেন সিবিআই আধিকারিকরা। শিব শঙ্কর অ্যাগ্রো ভেট নামক একটি চিট ফান্ড দুর্নীতি কাণ্ডে এবার এই দাপুটে নেতাকে তলব করেছে সিবিআই।

সূত্র মারফত জানা গিয়েছে, ওই নেতা চিট ফান্ডের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আগামী ১১ নভেম্বর সিবিআই-এর কলকাতা স্থিত দফতরে ওই কোম্পানির যাবতীয় নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এই বিষয়ে শশাঙ্ক রায় বসুনিয়ার সঙ্গে টেলিফোনে যোগাযোগ সাংবাদিকরা যোগাযোগ করলে বাড়ির লোক ফোন ধরে জানান তিনি বাড়িতে নেই এরপর বারবার যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত চলতি বছরের ১৩ অক্টোবর ময়নাগুড়ির বাসিন্দা এক বিজেপি নেত্রীর বাড়িতে চিট ফান্ড সংক্রান্ত বিষয়ে সিবিআই-এর দুই সদস্য হানা দিয়েছিলেন। সেই সময় ওই নেত্রী ও তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সিবিআই-এর হাতে। সে সময় এই বিষয়টিকে ইস্যু করেছিলেন তৃণমূল নেতৃত্ব। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন ওই নেত্রী। তাঁর দাবি ছিল, তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে তৃণমূল। এরপর এবার তৃণমূল নেতাকে তলবের বিষয়ে একটি রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। সকাল পর্যন্ত স্থানীয় কোনও তৃণমূল নেতৃত্বও এই নিয়ে মুখ খুলতে চাননি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।